শিক্ষাদপ্তরের নতুন নোটিশ কোন কোন ক্ষেত্রে স্কুল খোলা রাখতে হবে দেখুন

0
139

আগেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ৩১ মার্চ পর্যন্ত  স্কুল, কলেজ,মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, SSK, MSK-সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিলেন । যেহেতু দিনের পর দিন পরিস্থিতি  জটিল হচ্ছে তাই তিনি পরিস্থিতি বিবেচনা করে সেই ছুটির সময় সীমা আরও বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করেন ।

আজ সেই বর্ধিত ছুটির জন্য নোটিশ জারি করেছে শিক্ষা দপ্তর । নোটিশে জানানো হয়েছে কিছু কিছু ক্ষেত্রে স্কুল খোলা রাখতে হবে।

1.ঐ নোটিশে জানানো হয়েছে যে, প্রধান শিক্ষক শিক্ষিকা স্থানীয় প্রয়োজনের ভিত্তিতে প্রধানদের দপ্তরের এবং জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানীয় জল, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগ) খোলা রাখতে পারে! 

2.হস্টেলও ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে হবে। যদিও যে সব বিদেশি পড়ুয়া দূরত্ব ও অন্য কারণে হস্টেল ছাড়তে পারবেন না, তাঁদের জন্য চিকিৎসা পরিষেবা-সহ অন্যান্য সুযোগ-সুবিধা বজায় রাখতে হবে। এই সময়ে প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি ছাড়া কোনও ভিজিটির হস্টেলে প্রবেশ করতে পারবেন না।

3.ঐ নোটিশে আরও জানানো হয়েছে যে, বোর্ডের পরীক্ষা যেমন আছে সেই রকম চলবে ।

ছুটির নোটিশ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন


CM MAMATA BANERJEE LIVE SPEECH


TO DOWNLOAD ALL NOTICE FROM PRIMARY TO HIGHER SECONDARY CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here