আগেই রাজ্যের বেস কিছু বাংলা মাধ্যম স্কুলকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। এবার কোলকাতা পুরসভার বেস কিছু বাংলা সহ অন্যান্য ভাষার স্কুলকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করার পরিকল্পনা চলছে বলে খবর বেরিয়ে এসেছে। এর জন্য শিক্ষক শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।
বাংলা বা অন্য ভাষার মাধ্যম স্কুলকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করতে হলে প্রথমে যে অন্তরায়টি আসে সেটা হল পরিকাঠামোর উন্নতি করা। সেই লক্ষ্য নিয়ে কাজ করছে কোলকাতা পুরসভা বলে জানা গিয়েছে। তবে এই কাজ ধাপে ধাপে করা হবে বলে খবরে উঠে এসেছে।
তবে ঐ স্কুলের শিক্ষক চাহিদা মেটানোর জন্য শিক্ষক নিয়োগ করা হতে পারে এবং যারা ইংরেজি মাধ্যমে পড়াশুনা করেছে তাঁদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গিয়েছে।
রাজ্য সরকার কিছু দিন আগেই প্রায় ১০০ টির মত বাংলা মাধ্যম প্রাথমিক স্কুলকে , ইংরেজি স্কুলকে মাধ্যমে রূপান্তরিত করেছে । এবং এতে বেস ভালো সাড়াও মিলেছে পড়ুয়াদের তথা অভিভাবকদের কাজ থেকে। ফলে স্কুলের শিক্ষাদানের মাধ্যম যেমন পরিবর্তন হবে ঠিক তেমনই আধুনিক প্রণালী প্রয়োগের মাধ্যম শিক্ষাদান হলে তাঁর গ্রহণ যোগ্যতাও বাড়বে বলে মনে করা যায়।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পরতে এখানে ক্লিক করুন । উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পরতে এখানে ক্লিক করুন ।
|