কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে পরে থাকা গ্রুপ সি এবং ড থেকে আর নিয়োগ হবে না। কারণ সরকার চায় নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে । পুজোর ঠিক পরে পরেই স্কুল সার্ভিস কমিশন বা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকার গ্রুপ সি এবং ড পদে কর্মী নিয়োগ করতে চায়। কারণ কিছু দিন আগেই স্টাফ সিলেকশন কমিশনকে আবার ফিরেয়ে আনতে নতুন বিল বিধান সভায় পেস হয়েছিল। রাজ্য সরকারের যুক্তি ছিল পিএসসি বা স্কুল সার্ভিস কমিশন নয় , গ্রুপ সি এবং ড পদে কর্মী নিয়োগ করা হোক স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। কিন্তু কিছু কারনে ঐ বিল পাস হয় নি তবে কিছু দিনের মধ্যে তা পাস হয়ে যাবে।
গতকাল স্কুল সার্ভিস কমিশনের তরফে নোটিশ জারি করা হয়েছে তাতে বলা হয়েছে যে পরে থাকা ওয়েটিং দের পেনেল ক্লোজ করা হল। ফলে পুরাতন থেকে আর কোনও ফেজ বা নিয়োগ করা হবে না। যা হবে এবার ফ্রেশ ভাবে নতুন পরীক্ষার মাধ্যমে হবে।
কবে আসতে পারে গ্রুপ সি এবং গ্রুপ ড এর নিয়োগের পরীক্ষার নোটিশ ?? এখনও অব্দি যা খবর পুজোর পরে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। জার জন্য নোটিশ খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে।
ssc notice for group c and d
NOTIFICATION Memo. No. 919/6879/CSSC/ESTT/2019 Date: 02.09.2019 This is notified for information of all concerned that panel and waiting list, in relation to 3rd RLST(NT), 2016 for recruitment to the post of Clerk and Group-D in aided/sponsored Secondary and Higher Secondary Schools, expired on 18.05.2019 and 04.05.2019 respectively as per relevant rules.