স্কুল সার্ভিস কমিশন আবার ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি প্রকাশ করল আজকে

0
35

স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি আজ আবার ইন্টারভিউ বা personility টেস্ট এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল।মূলত যারা কেস পিটিশনার আছে তাঁদের কে  আগষ্ট মাসের 20 থেকে 22 তাঁদের এই ইন্টারভিউ হবে। এবং এটা মূলত জুলাই যে সমস্ত কেস পিটিশনার এর ভেরিফিকেশন হয়েছিল তাদের জন্য।

এই ইন্টারভিউ এর জন্য যাবতীয় তথ্য কমিশনের ওয়েবসাইট এ আগামী 16 আগস্ট সন্ধ্যায় পাব্লিশ করা হবে বলে জানা যাচ্ছে।

screenshot 20190809 1629005590393587064668746  আজ কলকাতা হাইকোর্টে অপার প্ৰাইমারী কিছু অনিয়ম নিয়ে মামলা ছিল । প্রথমে চাকরিপ্রার্থীদের দাবি ছিল ncte নিয়ম ঠিক মত ফল করা হয়নি  এবং প্রশিনক্ষণ প্রাপ্ত চাকরিপ্রার্থী থাকা সত্ত্বেও প্রশিক্ষণহীন দের কে নিয়ে ইন্টারভিউ করা হয়েছে। আজ কোর্টে এই মামলা ছিল যা আবার ১৬ আগষ্ট উঠবে বলে জানা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here