দুদিন ধরে বিভিন্ন নোটিশ পাবলিশ করা হল শিক্ষা দপ্তর থেকে ,প্রথমে ক্লাস সাসপেন্ড এর কথা উল্লেখ থাকলেও আজ অর্থাৎ ০৩.০৫.১৯ সেটিকে পুনরায় সঠিক করে বলা হয় যে, স্কুল বন্ধ থাকবে ,যাতে তার ফলে শিক্ষকদের মধ্যে যে ধোঁয়াশা ছিল সেটা কেটে যায়।
কিন্তু আজ আর একটা খবর আসে, সেটা হল রাজ্য সরকারের ঘোষিত নির্দেশিকার বিরোধীতা করে বিক্ষোভে সামিল হল স্কুলের ছাত্রছাত্রীরা। জলপাইগুড়ি সদর ব্লকের একটি হাইস্কুলে ছাত্রছাত্রীরা রাজ্যের স্কুলগুলোর জন্য প্রায় দু’মাসের যে ছুটি ঘোষণা করেছে তার বিরোধীতা করে তাঁরা । তাঁদের অভিযোগ, টানা দু’মাস বিদ্যালয় বন্ধ থাকলে তাদের পড়াশুনার যথেষ্ট ক্ষতি হবে। এই ভাবে বিদ্যালয় বন্ধ থাকার ফলে তাদের নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ নাও হতে পারে বলে আশঙ্কা ছাত্রছাত্রীদের।
এখন মনে করা হচ্ছে রাজ্যের আরও বিভিন্ন জেলার স্কুলে এর প্রভাব পরবে। কিন্তু রাজ্য সরকার বলে রেখেছে যে জুনে গরমের অবস্থা খতিয়ে দেখা হবে, সেই ক্ষেত্রে যদি গরম কমে তবে জুনে ছুটি কমানো হতে পারে বলে মনে করা হচ্ছে । এখন দেখার বিষয় ছুটি নিয়ে আর কোন নতুন আপডেট আসে কি না।
ধন্যবাদ ।