শিক্ষক নিয়োগ মামলা এই মাসে উঠতে পারে !! দেখুন আপডেট

0
27

একদিকে করোনার জন্য পরিস্থিতি জটিল।লকডাউনের সময়সীমা বাড়তে পারে এমনই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত কাল,সেটা দেখতে এখানে ক্লিক করুন

অপর দিকে এই পরিস্থিতির জন্য কোর্টের কাজ কর্ম প্রায় বন্ধ।গত দুই দিনে ১ এবং ৮ তারিখে শুনানি হয়েছে কিছু গুরুত্বপূর্ণ কেসের।কিন্তু কবে হবে শিক্ষক নিয়োগ মামলার শুনানি এই প্রশ্ন তুলছেন হাজার হাজার চাকরীপ্রার্থীরা। 

গত কাল এক নোটিশ প্রকাশ পেয়েছে সেখানে কোর্ট বন্ধের সময়সীমা ফের বাড়নো হয়েছে বলে জানা গিয়েছে ।কলকাতা হাইকোর্ট তার অধীন সব মামলার স্থগিতাদেশের দিন বাড়িয়ে দিল। বুধবার প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ-সহ ৫ বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়। নির্দেশ অনুযায়ী, যে সমস্ত মামলায় ৯ এপ্রিল পর্যন্ত হাইকোর্টের স্থগিতাদেশ ছিল তা বাড়িয়ে ৩০ এপ্রিল করা হল। যদি এ নিয়ে কোনও পক্ষের আপত্তি থাকে, তবে তিনি আবেদন করতে পারবেন।

কিন্তু এই কোর্ট বন্ধের সময়সীমা বাড়ানো হলেও একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে এই মুহূর্তে সেটা হল বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা শুনানির জন্য বেঞ্চ গঠন করা নিয়ে। জানা গিয়েছে এই সময়ে অর্থাৎ ৯ থেকে ৩০ এপ্রিলের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য দুটি ডিভিশন (Division Benches) বেঞ্চ এবং ৩ টি সিঙ্গেল (Single Benches) গঠন করা হয়েছে। এই বেঞ্চ গুলো মামলা শুনবে,16.04.2020,21.04.2020,23.04.2020,28.04.2020 and 30.04.2020 তারিখে বলে জানা গিয়েছে।

এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন (Division Benches) বেঞ্চ এবং  সিঙ্গেল (Single Benches) শুনানি চলছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল 

কেসমাননীয়া ও মাননীয় বিচারপতিদের নাম
# আপার প্রাইমারি  Hon’ble Justice Moushumi Bhattacharya
# প্রতিভা মণ্ডল ভুল প্রশ্ন মামলা (প্রাথমিক ভুল প্রশ্ন কোর্ট অবমাননা মামলা ) Hon’ble Justice Samapti Chatterjee
# বসির ভুল প্রশ্ন মামলাHon’ble Justice Dr. Sambuddha Chakrabarti and Hon’ble Justice  Hiranmay Bhattacharyya
# প্রাথমিক পর্ষদের মামলা Hon’ble Justice Madhumati Mitra and Hon’ble Justice Dipankar Datta

 

 

যেহেতু এবার বেশি বেঞ্চ গঠিত হয়েছে তাই মনে করা হচ্ছে উক্ত কেস গুলি শুনানি হতে পারে! কিন্তু একমাত্র সেই দিনের কজ লিস্ট দেখেই বোঝা যাবে যে ঐ দিন মামলা গুলো উঠবে কি না।

মাননীয়া ও মাননীয় বিচারপতিদের নামতারিখ
# Hon’ble Justice Moushumi Bhattacharya Appellate Side/Original Side On Thursday, the 23rdApril, 2020
#Hon’ble Justice Samapti Chatterjee And Hon’ble Justice Madhumati MitraAppellate Side/Original Side On Thursday, the 23rdApril, 2020
#Hon’ble Dr. Sambuddha Chakrabarti and  Hon’ble Hiranmay Bhattacharyya——
#Hon’ble Justice Dipankar Datta And Hon’ble Justice Bibek ChaudhuriAppellate Side/Original Side On Tuesday, the 28thApril, 2020

 

ফলে  নির্দিষ্ট দিনের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।দেখা যাক কেস গুলো উঠে কিনা এবং উঠলে কি আপডেট বেরিয়ে আসে।

আরও পড়ুন

[Full update How to apply for the post of Corona Volunteer in West Bengal ] 

PRIMARY TET AND COURT CASE UPDATE

UPPER TET AND  COURT CASE UPDATE

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here