শিক্ষকদের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন অতিথি শিক্ষকদের নিয়োগপত্র দিয়ে তাঁদের স্থায়ী করা হবে । মুখ্যমন্ত্রীর সেই আশ্বাস মতোই কাজ শুরু করল শিক্ষা দপ্তর । চলছে তথ্য যাচাইয়ের কাজ । তথ্য যাচাইয়ের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা দপ্তর । কমিটি তথ্য যাচাই করছে ।
স্টেট এডেড কলেজ টিচারদের (ক্যাটেগরি ১ ও ২) ৬০ বছর পর্যন্ত চাকরি ও নতুন বেতনক্রমের কাজে চার সদস্যের কমিটির কথা ইতিমধ্যেই জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। আর শনিবার বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের ঘরে জানান, অতিথি শিক্ষকদের নথি খতিয়ে দেখার পাশাপাশি কলেজগুলিতে তাঁদের নিয়োগপত্র দিতে ১৮ ফেব্রুয়ারি থেকে ইন্টারভিউ শুরু হবে। যাঁদের সবকিছু ঠিকঠাক থাকবে, তাঁদের প্রথম দফাতেই সে কথা জানিয়ে দেওয়া হবে। প্রথমে যাঁদের হবে না, দ্বিতীয় দফায় নির্দিষ্ট সময়ের মধ্যে স্ক্রুটিনির জন্য সময় দেওয়া হবে। তবে যাচাইয়ের সময় নথি নিয়ে গোলমাল দেখা দিলে কিছু করার থাকবে না।
TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW
–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই অবশ্য অতিথি সহ বিভিন্ন ধরনের অস্থায়ী কলেজ শিক্ষকদের বর্ধিত ভাতা দেওয়ার কাজ শুরু করার জন্য দপ্তরের তরফে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়। এই ঘোষণার ফলে প্রায় ১৪,৫০০ জন শিক্ষক উপকৃত হবেন বলে জানা গিয়েছে।
আগেই ঐ অস্থায়ী শিক্ষকদের কাছ থেকে অনলাইনে তাঁদের শিক্ষাগত যোগ্যতা, কাজের মেয়াদ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ যাবতীয় নথি আনানোর পর তা যাচাইয়ের কাজ শুরু করা হয় । জানা গিয়েছে যে, এখনও পর্যন্ত সিংহভাগ শিক্ষকেরই নথি যাচাইয়ের কাজ প্রাথমিকভাবে শেষ হয়েছে। অতিথি শিক্ষকদের পাশাপাশি পার্ট টাইম এবং চুক্তিভিত্তিক কলেজ শিক্ষকদের ক্ষেত্রেও দপ্তরের এই চার সদস্যের বিশেষ কমিটির ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত যাচাই প্রক্রিয়ার ব্যবস্থা করা হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ও কোর্ট কেস আপডেট পেতে এখানে ক্লিক করুন
উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ও কোর্ট কেস আপডেট পেতে এখানে ক্লিক করুন
TO SEE LIVE VIDEO UPDATE CLICK BELOW