দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের পর অবশেষে গতকাল কলকাতা হাইকোর্টের মাননীয়া বিচারপতি শম্পা সরকার শুক্রবার নির্দেশ দিয়েছেন যে,মাদ্রাসা আপ ডেট ভ্যাকেন্সিতে নন সিলেক্টদের কে নিয়োগের জন্য বিবেচনা করতে হবে।এই সুবিধা পাবেন কেবল মাত্র 190 জন মামলাকারী। অর্থাৎ শুধুমাত্র ঐ 190 জন মামলাকারী কেবল চাকরী পাওয়ার ক্ষেত্রে বিবেচনার সুযোগ পাবেন ।
(চতুর্থ ফেজ এর নোটিশ প্রকাশিত হল CLICK HERE)
ষষ্ঠ RLST নিয়োগ প্রক্রিয়া এক গরমিল নিয়ে মামলা করা হয় কোর্টে। সেখানে অভিযোগ করা হয় যে,3100 বেশি শুন্য পদের কথা থাকলেও কমিশন 2600 শুন্য পদের কথা সুপ্রিম কোর্টে জানিয়ে কেবল মাত্র অনুমানিক 2000 পদে শিক্ষক নিয়োগ করে । বাকি পদগুলোকে নন সিলেক্ট করে দেয় কমিশন ।
ঐ রকম 190 জন নন সিলেক্ট,সফল যোগ্য ক্যান্ডিডেট মামলা করেন এবং সেই মামলার রায়ে উপরিউক্ত বিবেচনার কথা জানায় কলকাতা হাইকোর্ট।
(SSC নিয়ে পিছুহটল রাজ্য সরকার, এখনই নয় আলোচনার মাধ্যমে হবে সমাধান ! CLICK HERE TO READ THIS NEWS)
কোর্ট জানিয়েছেন যে,ছয় সপ্তাহের মধ্যে আপডেট শুন্য পদ তৈরি করে ঐ সমস্ত মামলাকারীদের নিয়োগের ব্যাপারে কমিশনকে বিবেচনা করতে হবে।
(CLICK HERE FOR 6TH PAY COMMISSION,PRT FOR PRIMARY TEACHERS SALARY CALCULATORS)
তবে এখন সমস্ত বিষয়টা এখন মাদ্রাসা কমিশনের বিবেচ্য বিষয়, ফলে ঐ সমস্ত নন সিলেক্টেড ক্যান্ডিডেট দের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার ।