অনেক দিন ধরেয় সব রকমের বদলি প্রক্রিয়া বন্ধ আছে এতে বিরাট সমস্যায় পড়েছেলিন শিক্ষক শিক্ষিকারা। কিন্তু এই সমস্যা এবার কিছুটা কাটতে চলেছে কেননা ‘মিউচুয়াল ট্রান্সফার’ বা পারস্পরিক বদলি এবং ‘ট্রান্সফার অন স্পেশ্যাল গ্রাউন্ড’ বা বিশেষ কারণে বদলির প্রক্রিয়া আবার শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
এসএসসি তরফে জানা যাচ্ছে যে, দু’-এক দিনের মধ্যেই এই দু’ধরনের বদলির বিজ্ঞপ্তি জারি করা হবে। তবে ‘জেনারেল ট্রান্সফার’ বা সাধারণ বদলি এখনই চালু হচ্ছে না।
জানা যাচ্ছে যে, গত মঙ্গলবার যে মিটিং হয়েছিল তাতে নিয়োগ প্রক্রিয়া যেমন দ্রুত শেষ করতে হবে সঙ্গে বন্ধ বদলি প্রক্রিয়া ও শুরু করতে হবে তবে আপাতত যে-সব শূন্য পদ এসএসসি-র নিয়োগ-প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়নি, আপাতত বদলি করা হবে শুধু সেগুলিতেই।
যদি এই সমস্ত বদলি প্রক্রিয়া দ্রুত চালু করা হয় তাহলে স্কুলে স্কুলে ছাত্র শিক্ষক অনুপাতও কিছুটা ঠিক হবে বলে মনে করা হচ্ছে।