টেট শংসাপত্র পত্র কবে পাবেন চাকরিপ্রার্থীরা ?

0
20

কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে দুমাসের মধ্যে সকল 2014 সালের টেট পাস পরীক্ষারর্থীদেরকে একটি করে টেট সার্টিফিকেট দিতে হবে যার মেয়াদ থাকবে 2 বছর। অর্থাৎ ওই 2 বছরের মধ্যে নতুন কোন টেট হলে তাঁরা সরাসরি ইন্টারভিউতে ডাক পাবে কোনও পরীক্ষা ছাড়ায় ।

কিন্তু সেই অর্ডার দেবার পরও দুমাস অতিক্রান্ত হবার পর কোনও টেট সার্টিফিকেট না পেয়ে মামলাকারীরা আদালত অবমাননার অভিযোগে আবার কেস করেছে কলকাতা হাইকোর্টে।

এবার এখন যেহেতু নতুন টেট পরীক্ষা নেওয়ার বেপারে শিক্ষামন্ত্রী জানিয়েছেন তাতে সমস্যায় পড়েছেন ঐ টেট পাস ক্যান্ডিডেটরা । শুধু মাত্র শংসাপত্র না থাকার দুরুন তাঁদের কে আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে ।

এর ফলে ঐ টেট পাস করা ক্যান্ডিডেটরা আবার আদালতের দ্বারস্থ হয়েছেন যাতে তাড়াতাড়ি টেট সার্টিফিকেট পাওয়া যায়, নতুন টেট পরীক্ষার আগে।এবং এর জন্য তাঁরা আদালত অবমাননার মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here