কি হল আজ প্রাথমিকে ভুল প্রশ্ন মামলার শুনানিতে ,দেখুন গুরুত্বপূর্ণ আপডেট

0
28

আজ ছিল প্রশ্ন ভুল মামলা গুরুত্বপূর্ণ শুনানি । কি হল আজ জানুন বিস্তারিত তথ্য । আইনজীবীর পক্ষে প্রশ্ন তোলা  হয় যে , যদিও মামলাকারীদের ডকুমেন্ট ভেরিফিকেশণ হয়ে গীয়েছে কিন্তু তাঁদের এখনও ইন্টারভিও এখনও শুরু হয়নি ।ফলে তাঁদের ইন্টারভিও কবে হবে সেই প্রশ্ন তোলা হয়। 

এই নিয়ে সরকার পক্ষের আইনজীবী আদালতে জানান যে, হ্যাঁ ১২৮ জন মামলাকারীদের ডকুমেন্ট ভেরিফিকেশণ হয়েছে  এবং খুব তাড়াতাড়ি তাঁদের ইন্টারভিও প্রক্রিয়া শুরু করা হবে এবং তা কবে শুরু হবে তার দিনক্ষণ  মামলাকারীদের অনলাইন এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এই মামলাটি আবার কোলকাতা হাইকোর্টে শুনানির জন্য আগামী ১০ ই জানুয়ারি ২০২০ সালে শুনানির জন্য উঠবে বলে জানা গিয়েছে ।

Annotation 2019 12 06 201330

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লীক করুন ।

TO KNOW MORE ABOUT PRIMARY CASE SEE BELOW VIDEO

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here