Draft National Education Policy 2019
জাতীয় শিক্ষানীতি খসড়া ২০১৯ প্রকাশ পেয়েছে । সেখানে শিক্ষা থেকে শুরু করে ছাত্র ছাত্রী বিষয়ে এবং বিদ্যালয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। যদিও এখনও এটি ড্রাফট পর্যায়ে আছে কিন্তু যে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আজকের সময়ে । তাই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই পোষ্টতিতে আলোচনা করবো । কিছু কিছু বিষয় রয়েছে এই খসড়া জাতীয় শিক্ষানীতি ২০১৯ ,যদি সেই গুলো লাগু হয় টা হলে আমূল পরিবর্তন হবে শিক্ষা ব্যাবস্থায় ।
১) পাঠ্যক্রম ও শিক্ষানীতি :– ৫+৩+৩+৪ এই শিক্ষা পদ্ধিতিতে এবার শিক্ষা দান করা হবে। এবং এর জন্য উন্নত ও সঠিক পাঠ্যক্রম তৈরী করা।
২) শিক্ষক শিক্ষিকা নিয়োগ :– শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ স্বচ্ছ এবং উপযুক্ত পদ্ধিতিতে করতে হবে।
৩) প্রতিটি বিদ্যালয়ে ৩০ : ১ ছাত্র শিক্ষক অনুপাত মানতে হবে।
৪) শিক্ষা আইন প্রাক-প্রাথমিক থেকে ১২ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে এবং বাধ্যাতামূলোক শিক্ষা নিশ্চিত করার আইন বর্ধিত করা ।
৫) ৫+৩+৩+৪ এই শিক্ষা পদ্ধিতিতে যে নীতির কথা বলা হচ্ছে সেটার বিন্যাস হবে নিম্নরূপে
- বুনিয়াদী স্তর :– ৮ বছর অব্দি
- প্রাথমিক স্তর :– ৮ থেকে ১১ বছর
- মাধ্যমিক স্তর :– ১১ থেকে ১৪ বছর
- উচ্চ মাধ্যমিক স্তর :– ১৪ থেকে ১৮ বছর
৬) পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা মাতৃ ভাষা থাকা বাধ্যাতামূলোক। অষ্টম শ্রেণী পর্যন্ত প্রয়োজনে দ্বিতীয় ভাষা প্রয়োগ করতে হবে।
৭) শিক্ষক নিয়োগ :– সমস্ত স্কুলে প্রয়োজন অনুসারে শিক্ষক নিয়োগ করতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ স্থানীয়দের প্রাধান্য দিতে হবে। প্রথমে হবে টেট , এর পর ইন্টারভিইউ এবং সর্বশেষে হবে শিক্ষরণের নমুনা প্রদর্শন । জোর দিতে হবে জেলা ভিত্তিক শিক্ষক নিয়োগে।
৮) ২০২২ প্যারা টিচার এবং চুক্তিভিত্তিক শিক্ষক নির্মল করতে হবে ।
৯ ) বর্তমান বীএড শিক্ষা ২০৩০ সাল পর্যন্ত চলবে এর পর চার বছরের শিক্ষক প্রশিক্ষণ পদ্ধিতি অবলম্বন করতে হবে ।
উপরে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হল এর চেয়েও অনেক বিষয়ে ঐ জাতীয় শিক্ষানীতি খসড়া ২০১৯ তে আলোচনা করা হয়েছে। এখন দেখার বিষয় এই শিক্ষা নীতি রাজ্য এবং কেন্দ্র কখন লাগু করে। কারণ এই নীতি নিয়ে এখনও বিস্তর আলোচনা এবং সংশোধন হবে।
TO READ LATEST NEWS ABOUT PRIMARY RECRUITMENT AND COURT CASE CLICK HERE
TO READ LATEST NEWS ABOUT UPPER PRIMARY RECRUITMENT AND COURT CASE CLICK HERE
Good