আজ শিক্ষামন্ত্রী নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছেন এবং গত নিয়োগ পরীক্ষার বকেয়া নিয়োগ জুনের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছি। সমস্ত জল্পনা কে উরিয়ে আজ জানা যাচ্ছে যে এবছরই ফের হবে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা।
মঙ্গলবার SSC-র কর্তাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে তিনি জানান, SSC-র গত নিয়োগ পরীক্ষার বকেয়া নিয়োগ জুনের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছি। তার পর নতুন করে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে SSC. সম্ভবত জুলাইতেই জারি হবে বিজ্ঞপ্তি ।
আজ দুপুরে বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী৷ সেখানেই এসএসসির কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী বলে জানা যাচ্ছে । বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, এসএসসির বকেয়া সমস্ত নিয়োগ জুনের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি ৷
এখন এই যে আদেশ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা জুন মাসের মধ্যে এতে সব চায়তে খুশির হওয়া এখন আপার প্রাইমারি এবং নবম-দশম ওয়েটিংদের অনশনরত চাকরিপ্রার্থীদের মধ্যে ।