Today Primary court case updates :- আজকে প্রাথমিকের ভুল প্রশ্ন মামলা কোলকাতা হাইকোর্টে লিস্টেড ছিল। আজ মাননীয় বিচারপতি Rajarshi Bharadwaj এর এজলাসে কোর্ট নম্বর 15 তে এই মামলাটির শুনানি হয়। বিস্তারিত আপডেট নীচের শেয়ার করা হল।
Today Primary court case updates in 2021
আজকে প্রাথমিকের শিক্ষক{Today Primary court case updates} নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে সমস্ত মামলা গুলো কোর্ট নাম্বার 15 তে লিস্টেড ছিল ,মাননীয় বিচারপতি Rajarshi Bharadwaj এর এজলাসে ,তাঁদের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা গুলো হল ভুল প্রশ্ন মামলা এবং ভুল প্রশ্ন মামলার কোর্ট অবমাননার মামলা।
Today Primary court case updates in 2021
কোর্ট আগের শুনানিতে প্রাথমিক পর্ষদ{WBBPE} কে হলফনামা জমা করতে নির্দেশ দিয়েছিল । সেই হলফনামা আজকে কোর্টের মধ্যে জমা পরার কথা ছিল। কিন্তু আজকে মামলার শুনানির শুরুতেই পর্ষদের পক্ষ থেকে উপস্থিত মাননীয় এডভোকেট মিস্টার গুপ্তা জানিয়েছেন যে ঐ হলফনামা কোর্টে জমা করতে তাঁদেরকে আরও একটু সময় লাগবে।এর ফলে তাঁদেরকে কিছু দিনের সময় দেওয়া হোক ঐ হলফনামা প্রস্তুত করে কোর্টে জমা করতে।
কোর্ট সেই আবেদন মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে।
কোর্ট এর সঙ্গে নির্দেশ দিয়েছে পর্ষদ কে আগামী 30 শে এপ্রিল এর মধ্যে এই হলফনামা কোর্টের সঙ্গে যাঁরা পার্টি আছে তাঁদের দিতে।এবং কোর্ট এই মামলার শুনানিতে আরও জানিয়েছে যে ফের এই মামলটি শুনানির জন্য আগামী 7th মে উঠবে।
এই প্রশ্ন ভুল মামলটি হল প্রতিভা মন্ডল এবং আদার্স এর মামলা। প্রতিভা মন্ডল কেস থেকে 130 জন পাস করেছে বলে পর্ষদ আগেই নোটিশ দিয়েছিল।
সেখান থেকে কিছু জনের প্রাথমিকের চাকরি হয়েছে বলে খবর এর সঙ্গে কিছু জনের চাকরি হয়নি বলেও খবর!!
এই ভুল প্রশ্ন মামলা এবং 738 জনের যে লিস্ট আসবে ভুল প্রশ্ন মামলা ,বিষয় বস্তু এক হলেও মামলা গুলো আলাদা। 738 জনের মামলার আপডেট পেতে হলে এখানে ক্লিক করুন।