কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল প্রভিশোনাল মেরিট লিস্ট। আশা করা হচ্ছিল যে,
সিট সংখ্যা বাড়বে। কারণ যে ভাবে কোর্টে মামলা চলছে এবং
কোর্টের নির্দেশ মত কমিশন যে অভিযোগ জমার কাজ করছিল , সেই সমস্ত
খবর কে সামনে রেখে চাকরিপ্রার্থীরা আশায় ছিলেন যে হয়তো বা সিট সংখ্যা
কিছু তা বাড়বে ,কারণ দীর্ঘ পাঁচ বছর আপার প্রাইমাইরিতে নিয়োগ হয় নি,
কিন্তু শূন্যপদের সংখ্যা তেমন বাড়েনি। কিন্তু না , সেইটি আর হল না ।
ফলে স্বাভাবিক হতাশ চাকরিপ্রার্থীরা ।
এখন ফাইনাল শূন্যপদ ১৪,৩৩৯ টি (১০% বাদ দিয়ে)। তার মধ্যে TENTATIVE
VACANCY প্রকাশিত হয়েছে ১৪,০৮৮ টি (১০% বাদ দিয়ে)। তবে বেশ কিছু
বিষয়ে শূন্যপদের সংখ্যা কমেছে বলে অভিযোগ করেছেন হবু শিক্ষকেরা !!
কিন্তু কেন শূন্য পদ কমল ??
মনে করা হচ্ছে যে, যে বিষয় গুলোতে শূন্যপদ কমেছে আসলে সেগুলো
নবম-দশমের ছিল। তাই রিচেক করার পর হয়তোবা শূন্যপদ কমেছে !!
আপার প্রাইমারী নিয়ে আরও নিউজ পরতে এখানে ক্লীক করুন
চারকিপ্রার্থীদের একাংশের দাবি ছিল যে, অন্তত ৩০ হাজার শূন্যপদে নিয়োগ ও
আপডেট ভ্যাকান্সি অনুযায়ী নিয়োগ করা হোক ৷ কিন্তু, সেই দাবি উড়িয়ে দিয়ে
TENTATIVE VACANCY লিস্ট প্রকাশিত করেছে কমিশন।
অপর দিকে প্যারা টিচার এবং কর্ম ও শারীর শিক্ষা বিষয়ে কমিশন কি সিধ্যান্ত নেয় এখন
সেটাই দেখার ।