দীর্ঘ তালবাহানা পর অবশেষে প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের তৃতীয় দফার ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি৷ কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার চার জুন উচ্চ প্রাথমিকের তৃতীয় দফার চাকরিপ্রার্থীদের নথি যাচাই করা হবে৷
আপনাদেরকে আগেই জানানো হয়েছিল যে ঠিক ভোটের রেজাল্টের পর হতে চলেছে আপার প্রাইমারি 3rd ফেজ ভেরিফিকেশন , সেটা একদম মিলে গেল।
ঠিক তার আগে অর্থাৎ 4th জুন এর আগে সমস্ত আপডেট পেয়ে যাবেন কত সিট এ হতে পারে এই 3rd ফেজ ভেরিফিকেশন। কোন বিষয়ে কবে ভেরিফিকেশন হবে ।
যেটা বিভিন্ন খবর থেকে পাওয়া যাচ্ছে যে প্রায় 10000 সিট এ 3rd ফেজ ভেরিফিকেশন হতে চলেছে।
এর আগে প্ৰথম এবং দ্বিতীয় ফেজ এর জন্য প্রায় 23000 চাকরিপ্রার্থী কে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে।
১৩ হাজার ৮০টি শূন্যপদের জন্য গেজেট মেনে ১:৪:৪ অনুপাতে ওয়েটিং প্রার্থীদের জন্য তৃতীয় দফার ভেরিফিকেশনে চাকরিপ্রার্থীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন৷
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, এসএসসির বকেয়া নিয়োগ জুনের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি৷ নমম-দশম ওয়েটিংদের কাউন্সেলিং ও অনশনরত সফল চাকরিপ্রার্থীদের বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং দ্রুত এই সব পরে থাকা নিয়োগ প্রক্রিয়া গুলিকে তাড়াতাড়ি শেষ করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ।
আরও জানা যাচ্ছে যে জুন জুলাই মাসের মধ্যে নতুন নিয়োগ নিয়ে এসএসসি নোটিফিকেশন জারি করতে পারে।