শুরু হচ্ছে আপার প্রাইমারি 3rd ফেজ ভেরিফিকেশন

0
53

দীর্ঘ তালবাহানা পর অবশেষে প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের তৃতীয় দফার ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি৷ কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার চার জুন উচ্চ প্রাথমিকের তৃতীয় দফার চাকরিপ্রার্থীদের নথি যাচাই করা হবে৷

আপনাদেরকে আগেই জানানো হয়েছিল যে ঠিক ভোটের রেজাল্টের পর হতে চলেছে আপার প্রাইমারি 3rd ফেজ ভেরিফিকেশন , সেটা একদম মিলে গেল।

public notice for verification 3rd phase in cw 1st slst 2016 upper primary level except physical education and work education4564134851282480634

Download link

ঠিক তার আগে অর্থাৎ 4th জুন এর আগে সমস্ত আপডেট পেয়ে যাবেন কত সিট এ হতে পারে এই 3rd ফেজ ভেরিফিকেশন। কোন বিষয়ে কবে ভেরিফিকেশন হবে ।

যেটা বিভিন্ন খবর থেকে পাওয়া যাচ্ছে যে প্রায় 10000 সিট এ 3rd ফেজ ভেরিফিকেশন হতে চলেছে।

এর আগে প্ৰথম এবং দ্বিতীয় ফেজ এর জন্য প্রায় 23000 চাকরিপ্রার্থী কে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে।
১৩ হাজার ৮০টি শূন্যপদের জন্য গেজেট মেনে ১:৪:৪ অনুপাতে ওয়েটিং প্রার্থীদের জন্য তৃতীয় দফার ভেরিফিকেশনে চাকরিপ্রার্থীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন৷
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, এসএসসির বকেয়া নিয়োগ জুনের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি৷ নমম-দশম ওয়েটিংদের কাউন্সেলিং ও অনশনরত সফল চাকরিপ্রার্থীদের বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং দ্রুত এই সব পরে থাকা নিয়োগ প্রক্রিয়া গুলিকে তাড়াতাড়ি শেষ করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ।

আরও জানা যাচ্ছে যে জুন জুলাই মাসের মধ্যে নতুন নিয়োগ নিয়ে এসএসসি নোটিফিকেশন জারি করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here