upper primary 3rd phase verification ,para teachers reservation casee

0
81

আপার প্রাইমারি এবং পার্শ্ব-শিক্ষকদের সংরক্ষণ কেস 

 

 

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে তা নিয়া হবু শিক্ষকেরা খুব চিন্তিত।কারণ যখন 1st ,2nd phase হলেও শিক্ষক নিয়োগ এখনও শুরু হচ্ছে না । অপর দিকে হাজার হাজার কেস ফাইল হচ্ছে ,এখন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের সবচেয়ে বড় প্রশ্ন হল কবে শুরু হবে 3rd phase ভেরিফিকেশন এবং কতো seat এ হবে। যেটুকু জানা যাচ্ছে যে ভোটের পর শুরু হতে পারে 3rd phase এর ভেরিফিকেশন প্রক্রিয়া এবং পর্ষদের আগের নির্দেশ মতো প্রায় 10,000 পদের জন্য হতে পারে এই ভেরিফিকেশন ,কিন্তু কোনো ratio মানা হবে কি না তা নিয়ে কিছু জানা যাচ্ছে না। তবে ক্লাস 9,10 এবং 11, 12 এর 4th phase এর পর শুরু হতে পারে এই প্রক্রিয়া।

20190504 184858

পার্শ্বশিক্ষক শিক্ষকদের মামলা এখন কোর্টে আটকে আছে 1st may উঠার কথা ছিল কিন্তু কোর্টে যে কর্মবিরতি চলছে, তাই নির্দিষ্ট করে এই কেস নিয়ে কিছু বলা যাচ্ছে না,সঙ্গে থাকুন আপডেট পেলে তা জানাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here