Very big news and updates are about Upper Primary Court Case 2020.Will soon judgment will out about Upper Primary Court Case 2020.
Upper Primary Court Case 2020
আপার প্ৰাইমারী কেস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই মুহূর্তে। আপনার জানেন যে , গত ২০ শে অক্টোবর দুই পক্ষের সাবাল জবাব শেষ হয়েছে। এবং গত ২১ শে অক্টোবর শেষ হয়েছে আর্গুমেন্ট অফ নোট্স জমা দেওয়ার কাজ। সঙ্গে এই সম্পর্কিত আরও যে সমস্ত মামলা হয়েছে কোলকাতা হাইকোর্টে সেই সমস্ত মামলার ট্যাগিং -এর কাজ।

যেহেতু সমস্ত বিষয় প্রায় সম্পূর্ণ ,এবার এই কেসের ফাইনাল জাজমেন্টের পালা। গত ২১ তারিখের অর্ডার কপিতে ফাইনাল জাজমেন্টের কোনও তারিখ উল্লেখ নেয়। কিন্তু যে খবর আজ বেরিয়ে এসেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী 17 ই নভেম্বরে 2020 সালে আপার প্ৰাইমারী নিয়ে কোলকাতা হাইকোর্ট চুড়ান্ত রায় দান হতে পারে বলে সম্ভবনা উঠে এসেছে !!

যেহেতু কোলকাতা হাইকোর্টে দীর্ঘ পুজোর ছুটি পরে যাচ্ছে বলে জাজমেন্ট এর দিনটা এতটা পিছিয়ে যাচ্ছে। জাজমেন্ট হলে ,দীর্ঘদিন আটকে থাকা আপার প্রাইমারি নিয়োগ জট কাটবে বলে মনে করা হচ্ছে।

আপার প্ৰাইমারী তে প্রায় ১৪,৩৩৯ টি শূন্য পদে শিক্ষক নিয়োগ হওয়ার কথা। কিন্তু ইন্টারভিউ তে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। এই মামলার ফলে স্টে পরে যায় সম্পূর্ণ শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি উপরে। দীর্ঘ দিন মামলাটির শুনানি হয় কোলকাতা হাইকোর্টে।
এবার প্রায় ১ বছর চলে এই মামলা চলে কোলকাতা হাইকোর্টে। যার পরিসমাপ্তি হতে চলেছে আগামী 17ই নভেম্বর বলে মনে করা হচ্ছে !!! এই নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন। স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল সাইট ভিজিট করুন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন দেখতে,এখানে ক্লিক করুন সাইট ভিজিট করতে।
![[PDF] WBSSC Upper Primary School List In West Bengal- List Of Schools Upper Primary Level WBSSC_Upper_Primary_School_List_In_West_Bengal](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/WBSSC_Upper_Primary_School_List_In_West_Bengal-218x150.jpg)
![[Merit list]WB Upper Primary merit List,wbssc upper primary merit list,upper primary merit list 2023 WB_Upper_Primary_merit_List](https://www.wbedu.in/wp-content/uploads/2023/08/WB_Upper_Primary_merit_List-218x150.jpg)



