আজ ছিল উচ্চ প্রাথমিকের কর্ম ও শারীরশিক্ষা গুরুত্বপূর্ণ শুনানী। দীর্ঘ দিন ধরে এই মামলা টি আটকে ছিল কলকাতা হাই কোর্টে । আপার প্ৰাইমারী বাকি প্রক্রিয়া গুলো চললেও থমকে ছিল কর্মশিক্ষায় ও শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।
আজ এই মামলাটি গুরুত্বপূর্ণ শুনানীতে কোর্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করেছেন। সেইগুলো হল:::—
1) আপাতত শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় শিক্ষক পদের জন্য মেধাতালিকা প্রকাশ করতে পারবে কমিশন।
2) ঐ মেধাতালিকা প্রকাশ করতে হবে 18 নভেম্বর এর মধ্যে।
3) কর্ম ও শারীরশিক্ষার মেধাতালিকা নিয়ে কিছু অভিযোগ যদি থাকে চাকরিপ্রার্থীদের মনে তাহলে তা কমিশনকে জানাতে হবে ৷
4) পরে আদালতের নির্দেশ মেনে (যদি কিছু সমস্যা না থাকে) চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।
অর্থাৎ আজকের এই রায়ের ফেলে একটা বিরাট স্বস্তির নিঃশ্বাস ফেললেন হবু শিক্ষকরা, সেটা বলা বাহুল্য।
অপর দিকে উচ্চ প্রাথমিক নিয়ে আদালতে মূল মামলাটি নভেম্বর এর দ্বিতীয় সপ্তাহে উঠতে চলেছে, খুব সম্ভবত 15ই নভেম্বর। সেই মামলার দিকে তাকিয়ে আছে হাজার হাজার চাকরিপ্রার্থী। কারণ মেধাতালিকা প্রকাশিত হওয়ার পর সেই মেধাতালিকা নিয়ে আদালতের নির্দেশে অভিযোগ জমা নেওয়ার কাজ শুরু করে কমিশন। ফলে সেই সমস্ত অভিযোগের কি উত্তর দেয় কমিশন সেটা দেখার। অপর দিকে উচ্চ প্রাথমিকে ডিসেম্বর অব্দি কোনও ফাইনাল লিস্ট চাকরি বা নিয়োগ নিয়ে বের করতে পারবেনা কমিশন।
ফলে উচ্চ প্রাথমিকে মূল মামলাটির জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে চাকরিপ্রার্থী দেরকে।