UPPER PRIMARY নিয়ে জরুরী বৈঠকে SSC আধিকারিকরা,প্রকাশিত হবে ইন্টারভিউ প্যানেল !

This Post Contents

পূজোর আগে চাকরিপ্রার্থীদের কাছে বিরাট সুখবর। উঠে গেল আপার প্ৰাইমারী ইন্টারভিউ প্রকাশের স্টে অর্ডার।আজ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে,সাতদিনের মধ্যে প্রকাশ করতে হবে মেধা তালিকা। সেখানে থাকবে টেটের প্রাপ্ত নাম্বার। সঙ্গে রাখতে হবে শিক্ষাগত যোগ্যতার নাম্বার এবং সঙ্গে ইন্টারভিউ এর প্রাপ্ত নাম্বার।

ফলে এই মুহূর্তে আপার প্ৰাইমারী নিয়ে বিগ ব্রেকিং আপডেট হল এই নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং শুরু হতে চলেছে SSC বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বলে খবর।

প্রাথমিকে শিক্ষক নিয়ে খবর দেখতে এখানে ক্লিক করুন

বিভিন্ন প্রকাশিত খবর অনুসারে প্রায় ১৪,০০০ ক্যান্ডিডেট এর মেধাতালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এবং তা আগামী সপ্তাহে বৃহস্পতিবার করতে চলেছে বলে জানা গিয়েছে।

ফলে এখন পূজোর মুখে খুশির খবর  চাকরিপ্রার্থীদের কাছে। কারণ দীর্ঘ দিন ধরে এই দিনটির জন্য তাঁরা অপেক্ষা করে আসছিল।

তবে নিয়োগের জট এখনই কাটছে না । সাত দিনের মধ্যে মেধা তালিকা প্রকাশের পর কোনও চাকরিপ্রার্থীর যদি অভিযোগ থাকে তাহলে তাঁকে ২১ দিনের মধ্যে তা জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে ।নিয়োগের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে হাইকোর্ট।