আজ ছিল আপার প্ৰাইমারী শিক্ষক নিয়োগ মামলা গুরুত্বপূর্ণ শুনানি। আজ 39 নাম্বার কোর্টের তিন নম্বরে ছিল এই কেসটি। আজ মনে করা হয়েছিল যে এই মামলাটি হয়তোবা আজই নিষ্পত্তি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু সব আসায় জল ঢেলে এই কেসের পরবর্তী শুনানি জন্য দিন ধার্য করা হয়েছে।
জানা গিয়েছে যে , এই শিক্ষক নিয়োগ মামলাটি আবার 6 দিন পরে আগামী 11 ই ফেব্রুয়ারি কোর্টে শুনানির জন্য উঠবে। ফিলে আগামী দিনের দিকে তাকিয়ে ছাড়া আর কোনও উপায় নেই আপার প্ৰাইমারী চাকরিপ্রার্থীদের কাছে। আজ দীর্ঘক্ষণ ধরে আপারের শুনানি চলে। দুই পক্ষের তীব্র টক্কর চলে। দুই পক্ষের কথা শুনে আবার পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করে কোর্ট।
আগেই অনিয়মের অভিযোগ তুলে মামলা হয় আদালতের । পুজোর আগে আদালতের নির্দেশে আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। আর এর পর থেকে মেধাতালিকাতে অনিয়ম করা হয়েছে বলে একের পর এক অভিযোগ জমা-পড়ে। এই নিয়ে আদালতে শুরু হয় শুনানি।
আরও খবর পড়ুন নীচের টাইটেল এ ক্লিক করে
1)প্রাথমিক টেট নিয়ে খবর পড়তে ,এখানে ক্লিক করুন
2) স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে ,এখানে ক্লিক করুন
3) পে কমিশনের ক্যালকুলেটর এর মাধ্যমে পে কমিশনের যাবতীয় হিসাব নিকাশ পেত, এখানে ক্লিক করুন
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে নীচের ভিডিও টি দেখুন