আপার প্ৰাইমারী সমস্ত অভিযোগ নিয়ে দ্রুত ব্যবস্থা এবং দ্রুত শিক্ষক নিয়োগ !!

0
21

This Post Contents

একদিকে শিক্ষক নিয়োগ উপর আদালতের স্থগিতাদেশ এবং অন্য কোর্টের নির্দেশে অভিযোগ জমা নেওয়া , এই দুয়ের মাঝে আটকে রয়েছে আপার প্রাইমারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। কারণ যে অনিয়মের অভিযোগ নিয়ে কোর্টে মামলা হয়েছিল,যেমন মেধাতালিকা প্রকাশ করতে হবে । সেই মেধাতালিকা প্রকাশ কে কেন্দ্র করে আরও বেশি অনিয়ম হয়েছে বলে চাকরিপ্রার্থীদের অভিযোগ।

আপার প্ৰাইমারীর সম্পূর্ণ মেধাতালিকা এক ক্লিকে দেখতে এখানে ক্লিক করুন। সম্পূর্ণ সাবজেক্ট অনুসারে মেধাতালিকা।

কোর্ট স্পষ্ট জানিয়েছিল যে,মেধাতালিকা প্রকাশের পর 21 দিন সময় দিতে হবে ঐ মেধাতালিকা নিয়ে অভিযোগ জানানোর জন্য। এবং সেইখানে বিপত্তি দিনের পর দিন অভিযোগ জানানোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই কয়েক হাজার অভিযোগ জমা পরে গিয়েছে।

ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনেক দেরি হয়ে যাওয়ায় আর আপার প্ৰাইমারী নিয়ে ঢিলেমী দিতে নারাজ শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন। তাই তাঁরা সমস্ত অভিযোগের মূল ধরনগুলি চিহ্নিত করে সে সবের যথাযথ জবাব দ্রুত তৈরির করতে শুরু করে দিয়েছে। এবং এই উত্তর তৈরি কাজ শুরু হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর নির্দেশে বলে জানা গিয়েছে। ফলে আপার প্ৰাইমারী নিয়ে আর কোনও রকম ঢিলেমী দিতে নারাজ শিক্ষা আধিকারিকরা।

একটা জিনিস বেরিয়ে এসেছে যে,যত অভিযোগ করা হয়েছে সেগুলো সব ঠিক না। ফলে আদালতে সম্ভাব্য মামলায় সব অভিযোগের সমুচিত জবাব তৈরি রাখতে চাইছে সরকার। শিক্ষামন্ত্রী যে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে সেটা হল, যে কোনও অভিযোগেরই দ্রুত নিষ্পত্তি করা এবং তাঁর উত্তর তৈরি রাখা সঙ্গে কোনও ভুল থাকলে, অবিলম্বে তা সংশোধন করায় উপর জোর দেওয়া হচ্ছে।

আপার প্রাইমারি লেটেস্ট নিউজ পরতে এখানে ক্লিক করুন

মূলত যে সমস্ত অভিযোগ বেশি উঠেছে সেই গুলোহল :::—

1)পার্সোনালিটি টেস্টে ডাক পেলেও মেরিট লিস্টে নাম নেই কেন ?

2) কম নম্বরের প্রার্থীরা থাকলেও মেধাতালিকায় বেশি নম্বর পাওয়াদের নাম নেই ?

3) ইন্টারভিউয়ে প্রার্থীদের খুব কম নম্বর দেওয়া হয়েছে কেন ?

4) টেটের নাম্বার উলটপালট করা হয়েছে কেন ?

5) পরীক্ষার সময় পশিক্ষণহীন কিন্তু মেরিট লিস্টে প্রশিক্ষণ এলো কিভাবে ??

আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে প্রায় 14 হাজার 339 টি শূন্যপদের জন্য প্রায় 25,000 জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউয়ে ডাক পেয়েছিলেন প্রায় কম বেশি 29,000 জন প্রার্থী।

আসা করা হচ্ছে যে,আপার প্ৰাইমারী ঐ মামলাটি কোর্টে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে উঠবে। এবং কোর্টে দ্রুত নিষ্পত্তি হয়ে ডিসেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here