কোলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল যে প্রশিক্ষিত প্রার্থী থাকা সত্ত্বেও ইন্টারভিউতে প্রশিক্ষণহীন প্রার্থীদের ডাকা হচ্ছে এই অভিযোগ তুলে মামলা করা হয়েছিল । সেই রায় এ কোলকাতা হাই কোর্ট জানিয়েছিল যে ১০ই জুলাই পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে ।
কিন্তু আজ ১১ই জুলাই বিকেল ৫ টা অব্দি কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি কোনও নতুন তালিকাও ।নীচে কোর্টের নির্দেশের কিছু অংশ দেওয়া হল।
১ লা জুলাই জে একটি ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন । যেখানে বিষয়, মাধ্যম, ক্যাটাগরি ও লিঙ্গের ভিত্তিতে তালিকা দেওয়া হয়েছিল । তার মধ্যে শুধু প্রার্থীদের নাম ও অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল । হাইকোর্টের নির্দেশ মতো সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা কি প্রকাশ করা হবে?
সেই বেপারে কমিশনের তরফে এখনও কোনও আপডেট আসেনি কখন ওই লিস্ট পাব্লিশ করা হবে। ঐ মামলাটি আবার ১২ই জুলাই কোলকাতা হাইকোর্টে উঠবে তার আগে যদি কমিশন লিস্ট পাব্লিশ না করে তাহলে আগামী কাল(১২ই জুলাই) কোলকাতা হাইকোর্ট কি নির্দেশ দিবে সেই দিকে নজর থাকবে সবার।