শিক্ষকের নিয়োগের জন্য শুন্য পদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আরও বেশি হবে শিক্ষক নিয়োগ এবার

0
27

শিক্ষিক নিয়োগের শুন্য পদ আগে যা ছিল তার থেকে আরও ১৫০০ মতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন এবং এটা চলতি নিয়োগ প্রক্রিয়াতে তে বাড়ানো হবে বলে জানিয়েছেন ssc।
মোট ১৩০৮০ শূন্যপদে নিয়োগের কথা জানানো হলেও সেই তালিকায় জুড়ছে আরও ১৫০০ ফাঁকা আসন৷ সবমিলিয়ে প্রায় ১৫০০০ শূন্যপদে এবারের উচ্চ প্রাথমিকের নিয়োগ শুরু হবে৷

প্রথম ও দ্বিতীয় দফায় মোট ২৩০০০ জনের ভেরিফিকেশন হয়েছে এবং এখন যে তৃতীয় দফার যে ভেরিফিকেশন চলছে তাতে ১০০০০(আনুমানিক) জন কে ডাকা হবে বলে জানা যাচ্ছে।

তৃতীয় দফার ভেরিফিকেশ পর্ব মিটলেই জুন মাসের মধ্যেই সফল চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷যাঁদের বিএড করা আছে তাঁদের সঙ্গে যাঁদের বিএড করা নেই অর্থাৎ নন বিএডরাও চাকরির সুযোগ পাবেন বলে জানা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here