উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগে মামলায় নয়া মোড়,সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা প্রকাশ করছে না কমিশন

0
15

উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড় ৷ ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা প্রকাশ করছে না এসএসসি ৷

এর আগে এই মামলার শুনানি তে গত ৫ ই জুলাই কলকাতা হাইকোর্ট ১০ তারিখের মধ্যে ইন্টারভিউতে ডাকা প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল ৷ এবং সেই মামলার পরবর্তী শুনানি ছিল আজ।

সেই মামলার শুনানিতে আজ শুক্রবার এসএসসি জানায় যে ইন্টারভিউয়ের আগে প্রার্থীদের তালিকা নম্বর দিয়ে প্রকাশ করলে ইন্টারভিউ এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে কারণ যদি পরীক্ষক আগেই ক্যান্ডিডেট এর নাম্বার জেনে যায় সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষতা হারাবে বলে জানিয়েছে কমিশন ৷

কমিশনের এই যুক্তি শোনার পর তাদের সিদ্ধান্তেই প্রাথমিক মান্যতা দিল কলকাতা হাইকোর্ট ৷ফলে কোনও নতুন তালিকা প্রকাশ করছে না স্কুল সার্ভিস কমিশন।
তাঁরা ১ লা জুলাই যে একটি ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন । যেখানে বিষয়, মাধ্যম, ক্যাটাগরি ও লিঙ্গের ভিত্তিতে তালিকা দেওয়া হয়েছিল । তার মধ্যে শুধু প্রার্থীদের নাম ও অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল সেটাইতে আপাতত সন্তুষ্ট থাকতে হবে মামলা কারীদের।


তাঁরা ১ লা জুলাই যে একটি ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন । যেখানে বিষয়, মাধ্যম, ক্যাটাগরি ও লিঙ্গের ভিত্তিতে তালিকা দেওয়া হয়েছিল । তার মধ্যে শুধু প্রার্থীদের নাম ও অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল সেটাইতে আপাতত সন্তুষ্ট থাকতে হবে মামলা কারীদের।

Annotation 2019 07 01 175556

২ রা জুলাই থেকে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছিল কমিশন তাতে আর কোনও বাধা রইল না এখন । ইন্টারভিউ প্রক্রিয়া যেমন চলছে ঠিক তেমনই চলবে এবং যারা প্রশিনক্ষণ প্রাপ্ত তাদের সার্টিফিকেট ভেরিফিকেশন এরও নির্দেশ দিয়েছে কোর্ট বলে জানা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here