মামলার গেরোয় কার্যত থমকে রয়েছে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক সবেতেই মামলার জোট। ইতিমধ্যে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে মামলার জন্য৷ নিয়োগে অনিয়মের,ভক্যান্সি না বের করা,প্রশিনক্ষণহীন দের সুযোগ দেওয়া এই রকম বিভিন্ন অভিযোগে তুলে কলকাতা হাইকোর্টে মামলা চলছে এবং সেই সমস্ত মামলায় আগেই বড়সড় ধাক্কা খেয়েছে স্কুল সার্ভিস কমিশন৷
গত ১৫ জুলাই পর্যন্ত 3rd phase অব্দি ২৪ হাজার ৫৬৪ চাকরিপ্রার্থীকে ডেকেছে স্কুল সার্ভিস কমিশন৷ পরে আরও মামলাকারীদের সুযোগ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন সংখ্যাটা আনুমানিক 5000 জন এর কাছাকাছি। ফলে যদি সমস্ত সংখ্যা ধরা হয় তাহলে কম বেশি প্রায় 30,000 জনকে ইন্টারভিউতে ডেকেছে ssc।
আজ শুক্রবার কমিশন ওয়েবসাইট বিজ্ঞপ্তি দিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, ১৪৩৩৯ শূন্যপদে নিয়োগ হবে৷
ঐ শুন্য পদটি
10 % PARA-TEACHER দের reservation বাদ দিয়ে।
চাকরিপ্রার্থীরা প্রায় ৩০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন হলেও তা কর্যত পাত্তা না নিয়ে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের শূন্যপদের ঘোষণা করলো ssc।