টেলিকম গ্রাহক দের কাছে খারাপ খবর। এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং জিও নিজেদের ভয়েস কল ও ডেটার প্রি-পেইড মাসুল বাড়াতে চলেছে । মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে গ্রাহকদের জন্য ভয়েস কল ও ডেটার প্রি-পেইড মাসুল বাড়াচ্ছে ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া। এবং এর সঙ্গে পাল্লা দিয়ে ৬ ডিসেম্বর (শুক্রবার) থেকে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও তাঁদের মাসুল বাড়াতে চলেছে বলে খবর প্রকাশিত হয়েছে।
ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল এর নতুন প্ল্যান সারা ভারতে ৩ ডিসেম্বর রাত ১২টা থেকে পাওয়া যাবে বা লাগু হয়ে যাবে।
Vodafone Idea Combo Vouchers