{বড়সড় ঘোষণা} রাজ্যে নতুন দুটি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী! আরও ২ দিন ছুটি বেড়ে গেল রাজ্যে! শিক্ষক এবং সরকারি কর্মীদের!

0
451

রাজ্যে নতুন দুটি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী- আজকে নবান্ন সভা গৃহে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সেখানে রাজ্যের সরকারি কর্মীদের এবং শিক্ষক- শিক্ষিকাদের জন্য দুটি ছুটি ঘোষণা করেন! এখানে ক্লিক করে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন!

সেখানেই তিনি ঘোষণা করেন, সরকারি কর্মীদের বছরে আরও ২ দিন ছুটি বাড়িয়ে দিলেন তিনি। মূলত এই দুই দিন সেকশনাল হলিডে হিসাবে ছুটি ছিল! এবার ঐ দুই দিন সবার জন্য ছুটি ঘোষণা করলেন!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “এতদিন আমাদের রাজ্যে সবে বরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে ছিল। অনেকদিন ধরেই এই দুটো দিন ছুটি ঘোষণার দাবি ছিল। তাই এবার থেকে ওই দুই দিন রাজ্য সরকার ছুটি দেবে বলে ঠিক করেছে।”

নীচের ভিডিওটিতে লাইভ বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ”বাংলায় ছুটির সংখ্যা বেশি। আমরা সমস্ত পরব উদযাপন করি। কেউ দোলে ছুটি পায়, কেউ ঈদে। সর্ব ধর্ম, সর্ব কর্মর মিলন স্থল আমাদের এই বাংলা। তবে কেউ ৩৬৫ দিন ছুটি চাইলে হবে না! কাজ টাও তো করতে হবে!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here