WB Data Entry Operator Salary Hike 2023:ডেটা এন্ট্রি অপারেটরদের বেতনবৃদ্ধি করলো পশ্চিমবঙ্গ সরকারের,very big news

WB_Teachers_Pay_Slip_Download
WB_Teachers_Pay_Slip_Download

WB Data Entry Operator Salary Hike 2023:ডেটা এন্ট্রি অপারেটরদের বেতনবৃদ্ধি করলো পশ্চিমবঙ্গ সরকারের! পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক বাড়লো। সোমবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। যার মেমো নম্বর হল No. 1875-F(P2),Dated 17/04/2023. প্রতিবছর ১ জুলাই এই পারিশ্রমিকের হার বৃদ্ধি পাবে। এই বেতন বৃদ্ধির সুযোগ পাবেন যারা বা যে সমস্ত ডেটা এন্ট্রি অপারেটরদের (DEOS),22/07/2013 তারিখের নং 5859-F(Y) এর অধীনে নিযুক্ত হয়েছেন! এই বেতন বৃদ্ধি লাগু হবে 01/04/2023 তারিখ থেকে!

WB Data Entry Operator Salary Hike
WB Data Entry Operator Salary Hike

নতুন যাঁরা অপারেটর পদে যোগ দেন এতদিন তারা ১৬ হাজার টাকা পারিশ্রমিক পেতেন। এবার প্রতি বছর জুলাই মাসের ১ তারিখে পারিশ্রমিক ৬০০ টাকা করে বৃদ্ধি পাবে। তবে শর্ত স্বরূপ তাদের বিগত ছ’মাসের কাজ সন্তোষজনক কি না তাও খতিয়ে দেখা হবে। অপারেটর (WB Data Entry Operator Salary Hike)পদে টানা পাঁচ বছর সম্পূর্ণ করলে ২০ হাজার টাকা করে পারিশ্রমিক মিলতো। এবার প্রতি বছর ৭০০ টাকা করে অতিরিক্ত যোগ হবে। টানা দশ বছর যাঁরা কাজ করেছেন তাঁরা ২৫ হাজার টাকা করে মাসিক পারিশ্রমিক পান। এবার প্রতি বছর ১ জুলাই তাদের পারিশ্রমিক বাড়বে ৮০০ টাকা করে। টানা ১৫ বছর অপারেটর পদে কাজ করলে মাসিক পারিশ্রমিক মেলে ৩১ হাজার টাকা। সেক্ষেত্রে প্রতি বছর ১ জুলাই ১ হাজার টাকা করে বাড়বে পারিশ্রমিক।

WB Data Entry Operator Salary Hike

Data Entry Operator (DEO)On fresh engagement and yearly enhancement thereafterOn completion of 5 years and yearly enhancement yearly enhancement thereafter yearly enhancement thereafter thereafterOn completion of 10 years and yearly enhancement yearly enhancement thereafter yearly enhancement thereafter thereafterOn completion of 15 years and yearly enhancement yearly enhancement thereafter yearly enhancement thereafter thereafter
Salary16,00020,00025,000031,0000
Hike Every year6007008001000
WB Data Entry Operator Salary Hike
  • 22/07/2013 তারিখের নং 5859-F(Y) এর অধীনে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের যারা পরবর্তীতে নোটিফিকেশন নং 192-IT/06/2020/P & AR-e-Gov এর আওতায় আনা হয়েছে বা আনা হবে , 16/10/2020 তারিখে এই আদেশের আওতায় আসবে।
  • উপরোক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের পেশাগত ফি / পারিশ্রমিক তাদের দ্বারা ইতিমধ্যে প্রদান করা পরিষেবার দৈর্ঘ্যের উপর ভিত্তি করে পারিশ্রমিকের উপরোক্ত সংশোধিত কাঠামোতে স্থির করা হবে। 01/04/2023 এর আগে তাদের দ্বারা আঁকা পেশাদার ফি / পারিশ্রমিক নির্বিশেষে তাদের ব্যস্ততার প্রাথমিক তারিখ থেকে গণনা করা হচ্ছে।
  • উপরোক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের পেশাদার ফি / পারিশ্রমিকের বার্ষিক বর্ধনের অনুমতি দেওয়া যেতে পারে প্রতি বছর 1″ জুলাই এনগেজমেন্টের তারিখ থেকে কমপক্ষে 6 মাসের সন্তোষজনক পরিষেবা প্রদান করা হয়েছে বা শেষ বর্ধন, যেমনটি হতে পারে, রেন্ডার করা হয়েছে।
  • 22/07/2013 তারিখের নং 5859-F(Y) এর অধীনে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের ক্ষেত্রে অন্যান্য বিদ্যমান শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
WB Data Entry Operator Salary Hike
WB Data Entry Operator Salary Hike

To download notice and read more news Click Here(যদি নোটিশটি পেতে সমস্যা হচ্ছে তাহলে নীচের বক্সে কমেন্ট করুন)