[WB EMPLOYEE DA CALCULATOR 2025]- বাড়ানো হল রাজ্য সরকারি,শিক্ষক,পেনশোনারদের ডিএ এর পরিমাণ!

0
871

WB EMPLOYEE DA CALCULATOR 2025- এই মুহূর্তের বড় খবর,রাজ্য সরকার এই বছর বাজেটে রাজ্য সরকারি,শিক্ষক,পেনশোনারদের ডিএ এর পরিমাণ বাড়ালো! আগে সরকারি কর্মীরা ১৪% হারে ডিএ পেতেন, এবার তা আরও ৪% বাড়িয়ে ১৮% করা হল! নীচে দেওয়া ক্যালকুলেটর {WB EMPLOYEE DA CALCULATOR 2025} এর মাধ্যমে নিজের বেতন কতটা বাড়ছে তাঁর হিসাব করে নিতে পারবেন! ১লা এপ্রিল ২০২৫ থেকে যা লাগু হবে!

WB EMPLOYEE DA CALCULATOR 2025

WB_EMPLOYEE_DA_CALCULATOR_2025
WB EMPLOYEE DA CALCULATOR 2025

আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী বছরই বিধানসভা ভোট। তার আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে সে দিকেই তাকিয়ে ছিলেন কর্মীরা। ডিএ ইস্যুকে হাতিয়ার করে এর আগে রাজ্য সরকারি কর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলেছিল বিরোধী শিবির। জবাবে ২০২৪’র জানুয়ারি থেকে ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করার সময়ই আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করেন চন্দ্রিমা। ফলে গত বছরের মে মাস থেকে ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। উপকৃত সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক-অশিক্ষক কর্মী, পুরসভা-পঞ্চায়েতের কর্মী এবং পেনশন প্রাপকরাও।

এবার বাজেটেই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার করা হল!রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারিদের ডিএ-এর মধ্যে প্রায় ৩৯ শতাংশের ফারাক ছিল এতদিন। কারণ কেন্দ্রীয় সরকারের কর্মীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। এ বার রাজ্য ও কেন্দ্রের কর্মীদের ডিএ-এর ফারাক কমে দাঁড়াল ৩৫ শতাংশে।

অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-“রাজ্যের উন্নয়নে সরকারি কর্মচারীদের অবদান অনস্বীকার্য। আমাদের সরকার সরকারি কর্মচারীদের প্রতি সবসময় সহানুভূতিশীল। আপনারা জানেন যে বিগত বামফ্রন্ট সরকার পঞ্চম বেতন কমিশনের সুপারিশের মাত্র ৩৫ শতাংশ ডিএ দিয়েছিল। আমরা ক্ষমতায় আসার পর ধাপে ধাপে বাড়িয়ে ১২৫ শতাংশ পর্যন্ত ডিএ দিয়েছিলাম। এরপর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ১২৫ শতাংশ ডিএ বেসিক পে-র সঙ্গে যুক্ত করে নতুন বেসিক পে ধার্য হয়। এই নতুন বেসিক পে-র উপর আমরা এখনও পর্যন্ত ১৪ শতাংশ ডিএ দিয়েছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীদের উপর মূল্য বৃদ্ধির বোঝা কিছুটা লাঘব করতে সরকার ডিএ-র হার আরও ৪ শতাংশ বাড়িয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে, যা কার্যকরী হবে ১লা এপ্রিল, ২০২৫ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here