{WB Group D Case}২৫ নয় এখন সংখ্যা দাঁড়ালো ৫০০ SSC affidavit জমা করলো কোর্টে/কোর্টে কি রায় দিল ?

0
84

WB Group D Case:- এই মুহূর্তে কোলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে আছেন রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী। কারণ গতকালকের কোর্টের নির্দেশের পরে আজকে SSC affidavit জমা করবে। গতকালে চরম ভাবে ভরসিৎ হয় SSC WB Group D নিয়োগ নিয়ে। কোর্ট জানতে চায় কিভাবে ঐ ২৫ জনকে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগপত্র দেওয়া হল।

পরে কোর্টে WB Group D নিয়ে SSC জানায় যে, ঐ ২৫ জনকে SSC নিয়োগ পত্র দেয়ানি। এটা কোনও জালিয়াতি চক্রের কাজ। এই কথা শুনে কোর্ট SSC কে নিজেদের বয়ান কে affidavit জমা করতে বলে কোর্টে আজকে।

WB Group D Case

WB_Group_D_Case
WB_Group_D_Case

WB Group D Case

আজকে কোর্টের দিকে সবাই তাকিয়ে আছে এই কারণে যে, কোর্ট কোন বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ সেই টায় দেখার।

আজকের আপডেট টাইমলাইনে শেয়ার করা হচ্ছে। পেজটি নিয়মিত আপডেট হবে কোর্ট থেকে আপডেট আসলে…

৩ টের সময় SSC affidavit জমা করে কোর্টে !!
SSC এর জমা করা affidavit এ কিছু ত্রুটি ধরা পরে !!
ফের ঐ সমস্ত ত্রুটি ঠিক করে SSC কে affidavit জমা করতে নির্দেশ দেয় কোর্টে!!
জানা গিয়েছে আজকে ফের ৩.৩০ মিনিটে এই মামলাটি উঠে।
ফের ৩.৩০ এ শুরু হলো WB Group D মামলা।।
আরও ৫০০ জনের লিস্ট যুক্ত করতে কোর্টে নির্দেশ দিল!!
এর ফলে শুধু ঐ ২৫ জন নয় এখন এই কেসের সংখ্যা দাঁড়ালো প্রায় ৫২৫ এর কাছে !!
সঙ্গে সবার ঠিকানা যোগ করার নির্দেশ !!
WBBSE{West Bengal Board Of Secondary Education }কেউ এই কেসের সঙ্গে যুক্ত করার নির্দেশ ।
সোমবার WBBSE কে affidavit জমা করার নির্দেশ !!
আরও আপডেট আসছে…

আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here