WB HS Exam 2022 New Schedule ? লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য বড় খবর! ,very Big news

25
270

WB HS Exam 2022 New Schedule– বদল হতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচির ! এমনই খবরাখবর সামনে এসেছে! জানা গিয়েছে সামান্য হলেও বদল হতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচির। আজ, বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একথা জানানো হয়েছে। জে ই মেইন পরীক্ষা সূচির সঙ্গে উচ্চ মাধ্যমিকের সূচি মিলে যাওয়াতেই এই সিদ্ধান্ত। কারণ বহু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জে ই মেইন পরীক্ষায় বসে। সেইসব পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

এবারের উচ্চ মাধ্যমিক ২রা এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, JEE Main 2022 পরীক্ষা পরছে একই সময়ে এর জেরে পরীক্ষা সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে।

WB HS Exam 2022 New Schedule

এই মাত্র নতুন রুটিন ঘোষণা করল সংসদ- Click Here To Download HS Exam 2022 New Routine << এখানে ক্লিক করে দেখে বা ডাউনলোড করে নিন।

WB_HS_Exam_2022_New_Schedule
WB HS Exam 2022 New Schedule

রাজ্যের লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বড় খবর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচিতে ফের পরিবর্তন করতে চলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা {wbchse}সংসদ। ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হচ্ছে না। JEE Main 2022 পরীক্ষা একই সময় পড়ায় পিচ্ছিয়ে যেতে চলেছে উচ্চ মাধ্যমিক ২০২২ এর পরীক্ষা। পরীক্ষা সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে।

WB HS Exam 2022 New Schedule

WB_HS_Exam_2022
WB_HS_Exam_2022

মঙ্গলবার কেন্দ্রের তরফে JEE মেইন পরীক্ষা ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এরপর আজ বুধবার মুখ্যসচিব এইচকে দ্বিবেদী উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটি বৈঠক করেন নবান্নে বলে জানা গিয়েছে। সেই বৈঠকেই জানিয়ে দেওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ফের বদল হচ্ছে। তবে খুব একটা বদল হবে না। সামান্য বদল করা হবে পরীক্ষা সূচীতে। আগামী সপ্তাহেই নতুন পরীক্ষার সূচি ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

পরীক্ষা সূচী নিয়ে আরও বিস্তারিত পোস্ট আপডেট আসছে। এখানে ক্লিক করে তা দেখে নিতে পারবেন।

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষের মতন।আগের রুটিন অনুসারে এবারের অর্থাৎ ২০২২ সালের পরীক্ষা শুরু হতো ২রা এপ্রিল। কিন্তু আজকের খবর অনুসারে সেই পরীক্ষার রুটিনের কিছুটা পরিবর্তন করা হবে। আমাদের সোর্স মারফৎ যে সমস্ত খবরাখবর সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে শেষের দিকে পরীক্ষা গুলোর সময়ে বা সম্পূর্ণ পরীক্ষাটি একটু এগিয়ে আনা হতে পারে !!

যদিও অফিশিয়াল ভাবে কি রুটিন হবে তা এখনো জানানো হয়নি।সেটা আমরা হাতে পেলে এখানে বা আমাদের নতুন পোষ্টে শেয়ার করে দেবো।

পরীক্ষার সূচী পরিবর্তন নিয়ে আপানদের কি মতামত সেটা নীচে কমেন্ট বক্সে লিখুন ।

প্রসঙ্গত, ১৬ থেকে ২১ এপ্রিল প্রথম পর্যায়ের জেইই মেইন পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। এদিকে, ১৬ এপ্রিল উচ্চ মাধ্যমিকের রসায়ন, মাস কমিউনিকেশন এবং জার্নালিজম, সংস্কৃত, ফরাসি, পারসিক, আরবির মতো পরীক্ষাগুলি রয়েছে। ১৮ এপ্রিল রয়েছে স্ট্যাটিস্টিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা। ২০ এপ্রিল রয়েছে ইকনোমিক্স।

এর ফলে স্বাভাবিকভাবেই এই পরীক্ষাগুলির সূচি বদল করতে হবে উচ্চ মাধ্যমিক (WBCHSE) শিক্ষা সংসদকে। এই খবর সামনে আসতেই লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর উৎকণ্ঠা একটু হলেও বেড়েছে।

যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গত নভেম্বরে সূচি ঘোষণা করেছিল ২০২২ সালের উচ্চ মাধ্যমিক(WB HS Exam 2022) পরীক্ষার। তাই NTE কে তাঁদের (HS) সূচী দেখে জয়েন্টের(JEE) সূচী ঘোষণা করতে হতো। কিন্তু তা হয় নি। তাই শেষের দিকে পরীক্ষা গুলো কনফ্লিক্ট হয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও পরিবর্তন হতে চলেছে উচ্চ মাধ্যমিক (WB HS Exam Schedule 2022) পরীক্ষার সূচীতে।

25 COMMENTS

  1. আর বেশি কিছু চাইনা আমরা, প্লীজ মাধ্যমিক পরীক্ষাটা একটু পিছিয়ে দেওয়া হোক । 🥺🥺প্লীজ আমাদের এই অনুরোধটা যাতে রাখা হয় 👏👏। স্কুলে তো ক্লাস হয়নি একবার স্কুল বন্ধ আর একবার স্কুল খুলছে এই করে কি আর সিলেবাস শেষ হয় !!! প্রথমে অ্যাকটিভিটি টাস্ক লেখালো তারপর প্রজেক্ট লেখালো তারপর হঠাৎ করে টেস্ট পরীক্ষার ঘোষণা করলো (যেখানে আমরা ভালোভাবে পড়ার সুযোগই পেলাম না) এবং সেটা হলোও টেস্ট পরীক্ষাটা যেই হয়ে গেলো আর তখনই আবার স্কুল বন্ধ হয়ে গেলো আর তারপর যখন আবার পরীক্ষার বিষয় উঠে এলো তখন দিব্যি স্কুলটা আবার খুলে গেলো । ক্লাস করানোর বেলায় স্কুল বন্ধ আর পরীক্ষার বেলায় দিব্যি স্কুল খুলে যাচ্ছে। বাহ্ কি বিচার!! পরীক্ষা যখন নেবেই তখন আমাদের কেনো ফালতু ফালতু অ্যাকটিভিটি টাস্ক লিখে জমা দিতে হলো?????????????????????????????উত্তর চাই আমাদের উত্তর দিতেই হবে দিতেই হবে😡😡😡😡😡

    • আগের টাইমেই হবে। উচ্চ মাধ্যমিক শেষের দিকে পরীক্ষা গুলো পিছিয়ে যেতে পারে!

  2. Jokhon amader HS hohche … taholy college er exam online Keno hobe ?? Amra toh school bose exam dbo … college er kotha apnara bhabchen r amader motton HS students der education nia chele khela korchen Keno..?? 🤬🤬🤬🤬😡😡😡 apnader aiiii bekar decisions er jonno chele may der koto shopno venge jay ….. tader suicide korte hoa … apnara diner por din amader HS students der nia chele khela korchen ..apnader ki mone hoa bolun toh amra robots je apnara ja bolben, ja decisions nben amader mante hobe ..? Apnara janne na amader aiii HS er pora morte gia , silevus shes korte gia amader koto ta porissrom korte hohche ..? R ai dike apnara pottidin natok kore jahche .. please education take apnader politics bania fhelben na.. 🙏🙏🙏🙏🙏🙏 HS ta nia seriously kono desicion nin… perfect date fixt korun ,. Noato online korar chesta korun …

    • College er chelemeye ra too online exam diye odopotone ja66a tomrau jete chau naki ar jodi chau nijeder results ektu dam hok too exam ta dau karon exam na diye je results tomra pabe tar kono value thakbe naa so seta jodi chau too online dau .

  3. Amader H.S exam jeno pichano hoy….jodi hotat kore amader exam agia ase tahole amader exam dite onek problem hobe…amra students ra thik moto preparation nite parbo na tai please jeno exam ta pichano hoy…🙏🙏

  4. Aamader semmister start hoye6e derite ,bochhorer suru theke sobkichhu hoye6e online e,,r exam hochhe offline ,sokol student der kothay bhaba uchit ,noy exam pichhono darkar othoba aamader exam online kora hok

  5. Hs ta pichono hok. Aitar upor collage a bhoter bapar thake .. tahole .. amra baje no pele kono collage a chance pabo na

  6. পরীক্ষা কয়েক দিন এগিয়ে নিলে ভালো হয় তবে জেই মেইনস টা ভালো করে দেওয়া যাবে । নাতো দুটো পরীক্ষারই চাপ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here