This Post Contents
WB Jobs Updates 2022– আজকে ক্যাবিনেট 5100 টি পদ পূরণের জন্য ছাড়পত্র দিলো । আজকে রাজ্য সরকারের ক্যাবিনেট এর মিটিং অনুষ্ঠিত হয় নবান্নে। সেখানে অধিবেশন শেষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ এবং শিল্প নিয়ে অনেক কথা শেয়ার করেছেন ।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন,এই প্রকল্প রাজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘দেউচা পাচামি নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে৷ যাদের বেআইনি কয়লার খাদান রয়েছে, তাদের মধ্যে কয়েকজন এই কাজ করছে৷ যাতে সরকার বেআইনি খাদানগুলি না নিয়ে নিতে পারে৷ কালকেও বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে৷’ মুখ্যমন্ত্রীর আরও বলেন, ‘আমি জোর করে কিছু দখল করে কোনও কাজ করি না৷ পাঁচটি রাজ্য এই প্রকল্পের দাবিদার ছিল৷ আমরা দু’ বছর ধরে লড়াই করে এই প্রকল্প বাংলা এনেছি৷ এই প্রকল্প বাংলার মুখ হবে৷ লক্ষাধিক কর্মসংস্থান হবে৷ ‘
WB Jobs Updates 2022
State | West Bengal |
Department | WBP or In Govt |
Vacancy | 5100 |
Project | Deucha Pachami Coal Block |
Recruitment Process | Direct Recruitment |
Recruitment Ground | For Land Compensation |
Salary | Will Notify Shortly |
Official Website | wbpolice.gov.in |
Details announcement by CM
মুখ্যমন্ত্রী আজকে জানিয়েছেন,এই প্রকল্প রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ ৷ তিনি বলেন, ‘দেউচা পাচামি নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে৷ যাদের বেআইনি কয়লার খাদান রয়েছে, তাদের মধ্যে কয়েকজন এই কাজ করছে৷ যাতে সরকার বেআইনি খাদানগুলি না নিয়ে নিতে পারে৷ কালকেও বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে৷’ মুখ্যমন্ত্রীর আরও বলেন, ‘আমি জোর করে কিছু দখল করে কোনও কাজ করি না৷ পাঁচটি রাজ্য এই প্রকল্পের দাবিদার ছিল৷ আমরা দু’ বছর ধরে লড়াই করে এই প্রকল্প বাংলা এনেছি৷ এই প্রকল্প বাংলার মুখ হবে৷ লক্ষাধিক কর্মসংস্থান হবে৷’
প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছিল, যাঁরা দেউচা পাচামি প্রকল্পে জমি বা বাড়ি দেবেন, তাঁদের পরিবারের একজনকে জুনিয়র কনস্টেবলের চাকরি দেওয়া হবে ৷ নতুন প্যাকেজ অনুযায়ী, যাঁদের যোগ্যতা থাকবে তাঁদের পুলিশ অথবা অন্য কোনও সরকারি দফতরে আরও উঁচু পদেও নিয়োগ করা হবে ৷ এর জন্য ৫১০০টি শূন্যপদের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা ৷
Video Updates about Today’s CM Jobs Announcements
To download notice about WB Jobs Updates 2022 or read more news about this post just click here
WB Jobs Updates 2022
দেউচা পাচামি প্রকল্প {Deucha Pachami Coal Block} এলাকার বাসিন্দাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী আবেদন করেন, ‘আপনাদের যদি আমার প্রতি বিশ্বাস থাকে, তাহলে নিশ্চিন্তে জমি, বাড়ি দিন৷ কেউ না চাইলে তাঁর জমি, বাড়ি নেওয়া হবে না৷ কিন্তু আমি থাকতে একজনকেও বঞ্চিত হতে দেব না৷’
সোমবার ক্যাবিনেট বৈঠকের পর তিনি বলেন, ‘‘তৎকালীন সিঙ্গুর-নন্দীগ্রামের সঙ্গে দেউচা পাচামির (Deucha Pachami Coal Block Project) এর জমি নেওয়ার কোনও সম্পর্ক নেই । জোর করে কোনও জমি নেওয়া হচ্ছে বা হবে না । যারা সানন্দে জমি দিতে চাইবেন, কেবলমাত্র সেই জমি গুলোই নেওয়া হবে । জোর জবরদস্তি করে জমি অধিগ্রহণ করা হবে না । একসঙ্গে তিনি জানিয়ে দেন শুধুমাত্র এই প্রকল্পের জন্য নতুন করে 5 হাজার 100 টি পোস্ট তৈরি করা হয়েছে এবং আজকে ক্যাবিনেট তা মঞ্জুর ও করেছে।’’