This Post Contents
Wb Madhyamik Exam 2022– নির্ধারিত সূচি মেনে হতে চলেছে এ বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা ।এই পরীক্ষার সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নিয়ে প্রস্তাব দেয়া হয়েছে দুই বোর্ডকে। সেই নিয়ে আরও বিস্তারিত খবর আপডেট দেখতে এখানে ক্লিক করুন ।
অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু হোম সেন্টারে হচ্ছে ,তাই মাধ্যমিক পরীক্ষাও হোম সেন্টারে করা হোক এই দাবি তোলা হয়েছিল পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের পক্ষ থেকে ।
Wb Madhyamik Exam 2022
তবে আজকে যে আপডেট তথ্য এবং খবরাখবর সামনে আসছে সেটা একটা স্বস্তির খবর পরীক্ষার্থীদের কাছে সেটা বলা যেতে পারে।
মূলত মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতন হোম সেন্টারে করা হোক । এই দাবি করেছিল পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা। কিন্তু সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE) ।কিন্তু এর মাঝে একটা বিরাট স্বস্তির খবর সামনে আসছে ।সেই খবরটা হচ্ছে যদিও হোম সেন্টারে পরীক্ষার দাবি নাকচ করা হয়েছে, কিন্তু 2022 সালের মাধ্যমিক পরীক্ষা নিয়েএকটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে।
বিভিন্ন আধিকারিকরা এবং বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে মিটিং করছে বোর্ডের কর্তারা। সেই মিটিং এ একটি কথা উঠে আসছে এবং আমরা জানতে পেরেছি যে,এ বছর অর্থাৎ 2022 সালে যে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে নির্দিষ্ট সূচি মেনে। এই পরীক্ষায় যাতে ছাত্রছাত্রীরা খুব দূরে সেন্টার না পড়ে সেজন্য বলা হয়েছে এবং এই আপডেট থেকে বোঝা যাচ্ছে যে , সমস্ত পরীক্ষার্থীরা এবার মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের বাড়ির কাছাকাছি পরীক্ষা সেন্টারে ।
জানা গিয়েছে বাড়ির কাছাকাছি যে সমস্ত স্কুল রয়েছে, সেই খানে তাদের সেন্টার পড়তে চলেছে। এই খবরটা সামনে আসতেই ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা খুব খুশি।
বিভিন্ন অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি তারা জানিয়েছেন যে,“ এটা একটা খুবই ভালো পদক্ষেপ। আমরা দাবি জানিয়েছিলাম যে মাধ্যমিক পরীক্ষাটি হোম সেন্টার করা হোক ।তবে যদি বোর্ড এই সিদ্ধান্ত নেয় যে বাড়ির কাছাকাছি যে সমস্ত স্কুল গুলি রয়েছে সেখানে যদি পরীক্ষা নেওয়া হয়।তাহলেও হবে। এটা হলে আমাদের ছেলেমেয়েদের পক্ষে সেটা উপকারে লাগবে।
কিছুদিন ধরেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিকরে সুষ্ঠুভাবে করা যায়। তার জন্য বিভিন্ন আধিকারিক এবং বিভিন্ন কর্মীদের সঙ্গে মিটিং করছেন। বিভিন্ন জেলায় জেলায় ভার্চুয়ালি মিটিং হচ্ছে ।
এই খবরটি আপনাদের কেমন লাগলো সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বিভিন্ন সময় মিটিং করছেন ।কিভাবে সঠিক সময়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা যায় সেই নিয়ে ।সেই মিটিং থেকেই এ কথাগুলি উঠে আসছে যেহেতু এবার মাধ্যমিক পরীক্ষা অনেকদিন পর হচ্ছে তাই ছাত্রছাত্রীরা যাতে
খুব বেশি চিন্তিত না হয়ে পরে তার জন্য এই ব্যবস্থা ।
যদিও এই নিয়ে কোনও অফিশিয়াল আপডেট বা নোটিশ এখনো সামনে আসেনি ।সে সমস্ত অফিশিয়াল নোটিশ বার হলে বা সামনে এলে সেটা এখানে পোস্ট করে দেওয়া হবে। ক্লিক করুন এখানে।
এদিকে জানা গিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুরক্ষা কথা ভেবে এবারের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। এর সঙ্গে সঙ্গে প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পুলিশ মোতায়েন করা থাকবে।
ইতিমধ্যে মাধ্যমিকের এডমিট কার্ড দেওয়া হয়ে গিয়েছে। আগামী 7ই মার্চ থেকে শুরু হচ্ছে 2022 সালের মাধ্যমিক পরীক্ষা।
আমরা বেশ কিছু পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি তাদের প্রস্তুতি এখন চরমে। বাড়ির কাছাকাছি স্কুলে পরীক্ষা হলে তাঁদের অনক্ষেত্রে উপকার হবে।তাই বাড়ির কাছাকাছি সেন্টার হওয়ার খবর শুনে তারা খুব খুশি! আপনাদের কি প্রতিক্রিয়া সেটা কমেন্ট বক্সে লিখুন।
আমার বক্তব্যে এই বছর যদি ম্যধমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা না কারণ আমাদের তো কোন ক্লাস করা হয় নি আমাদের অসুবিধা হবে যদি আমার কথা শুতাহলে আমাদের ছেলে মেয়ে দের ভালো হবে
Akdom thik kthai bole6en
আমাদের মাধ্যমিক পরীক্ষা বাতিল হোক তা আমরা কখনোই চাইনি আমরা শুধু চেয়েছি 1মাস বা 2 মাস পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক মধ্যশিক্ষা পর্ষদ আমাদের কি পেয়েছে টা কি ?? যে যখন যা বলবে তাই আমাদের হাসি মুখে মেনে নিতে হবে??? সারাবছর ধরে স্কুল বন্ধ রেখে আমাদের activity task লিখিয়ে,প্রজেক্ট লিখিয়ে পড়াশোনার পুরোপুরিভাবে বারোটা বাজিয়ে দিয়ে হটাৎ করে টেস্ট পরীক্ষার ঘোষণা করা হলো এবং সেটা হলোও।স্কুল খুললেও সেটা ক্ষণিকের জন্যে আবারও তো স্কুল বন্ধ হয়ে গিয়েছিল ।জানুয়ারী মাসে তারপর বলা হলো যে মাধ্যমিক পরীক্ষা খানিকটা হলেও পিছিয়ে যেতে পারে এই আসা আমাদের দিয়ে রেখে হটাৎ আবার এখন বলছে পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী হবে ।। এ কেমন বিচার !!!!!আমাদের মতো মধ্যবিত্তদের তো আর সব বিষয়ের টিউশন নেওয়া তো আর সম্ভব নয় 🥺🥺🥺 আরে পড়াশোনা বোঝারও তো ব্যাপার থাকে নাকি?যখন যা ইচ্ছা তাই করলে তো আর হবে না !! একবার বলছে ওই আরেকবার বলছে এই আরে বাবা মানসিক প্রস্তুতির তো একটা ব্যাপার থাকে নাকি??সেটা কী ওরা বোঝে না নাকি?? আমাদেরকে ওরা রোবট ভেবে রেখেছে !!!!!!!
Absolutely right ☝🏻
আমাদের মাধ্যমিক পরীক্ষা বাতিল হোক তা আমরা কখনোই চাইনি আমরা শুধু চেয়েছি 1মাস বা 2 মাস পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক মধ্যশিক্ষা পর্ষদ আমাদের কি পেয়েছে টা কি ?? যে যখন যা বলবে তাই আমাদের হাসি মুখে মেনে নিতে হবে??? সারাবছর ধরে স্কুল বন্ধ রেখে আমাদের activity task লিখিয়ে,প্রজেক্ট লিখিয়ে পড়াশোনার পুরোপুরিভাবে বারোটা বাজিয়ে দিয়ে হটাৎ করে টেস্ট পরীক্ষার ঘোষণা করা হলো এবং সেটা হলোও।স্কুল খুললেও সেটা ক্ষণিকের জন্যে আবারও তো স্কুল বন্ধ হয়ে গিয়েছিল ।জানুয়ারী মাসে তারপর বলা হলো যে মাধ্যমিক পরীক্ষা খানিকটা হলেও পিছিয়ে যেতে পারে এই আসা আমাদের দিয়ে রেখে হটাৎ আবার এখন বলছে পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী হবে ।। এ কেমন বিচার !!!!!আমাদের মতো মধ্যবিত্তদের তো আর সব বিষয়ের টিউশন নেওয়া তো আর সম্ভব নয় 🥺🥺🥺 আরে পড়াশোনা বোঝারও তো ব্যাপার থাকে নাকি?যখন যা ইচ্ছা তাই করলে তো আর হবে না !! একবার বলছে ওই আরেকবার বলছে এই আরে বাবা মানসিক প্রস্তুতির তো একটা ব্যাপার থাকে নাকি??সেটা কী ওরা বোঝে না নাকি?? আমাদেরকে ওরা রোবট ভেবে রেখেছে !!!!!!! দয়া করে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক 👏 আমাদেরকে মতামত জানাতে বলা হয়েছিল মতামত জানালাম পারলে আমাদের অনুরোধটা রাখা হোক
মালদা জেলার পরীক্ষার্থী যে কলকাতায় গিয়ে পরীক্ষা দিবেনা সেটা তো সবাই জানে। এমন কি সুখবর এটা? হোমসেন্টার হলে ভালো হতো। পরিচিত শিক্ষকরা আশেপাশে থাকতো।
Motei valo lageni…exam batil kora hok
Ai bosor to class X ki babe porikkha hobe
Tahole porikkha batil kora hok please lockdown🙏🙏🙏
ম্যধমিক সত্যি কি কাছা কাছি School হবে
খুব ভালো সিদ্বান্ত কিন্তু পরীক্ষার প্রস্তুতির ভালো না হওয়ায় প্রশ্ন পত্র যেনো কঠিন না করাহয় ।
খুব ভালো পদক্ষেপ। কিন্তু ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি খুব একটা ভালো না হওয়ার জন্য পরীক্ষার প্রশ্নপত্র যেন একটু সহজ হয় খুব কঠিন না হয় মোটামুটি মধ্যে যেন থাকে ।
পরীক্ষার পড়ার জন্য ছাত্র ছাত্রীদের সময়তো দেওয়া দরকার। যাদের ফোন ছিল তারা অনলাইন পড়াশোনা করেছে। কিন্তু বেশিরভাগই অনলাইন পড়াশোনা করতে পারে নি। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য আরও একমাস সময় দিতে হবে।