WB Madhyamik Exam Result 2022- কবে প্রকাশিত হতে চলেছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ,সামনে এল ডেট,very big news

6
92

WB Madhyamik Exam Result 2022-এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে এক গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সামনে এসেছে ।2022 সালের মাধ্যমিক পরীক্ষার (wb mp exam result 2022)রেজাল্ট কখন প্রকাশ পাবে এই নিয়ে চিন্তিত পরীক্ষার্থীরা ।তার সঙ্গে অভিভাবকরা আমাদের প্রশ্ন করছেন যে কখন প্রকাশ হতে পারে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।

আজকের খবর আপডেট সামনে আসছে সেখান থেকে জানা যাচ্ছে যে কখন প্রকাশ পেতে পারে এই বছর হয়ে যাওয়া মাধ্যমিক পরীক্ষার(Madhyamik exam result 2022) রেজাল্ট সেটা নিচে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে।

West Bengal Madhyamik result 2020
WB Madhyamik Exam Result 2022

WB Madhyamik Exam Result 2022

দীর্ঘ প্রায় দু’বছর পর পরীক্ষা হয়েছে মাধ্যমিকের সেন্টারে গিয়ে। কার্যত লকডাউন এর জেরে দু’বছর পর এই পরীক্ষা হয়েছে ! এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 11 লক্ষ 26 হাজারের কাছাকাছি ।স্কুল শিক্ষা দপ্তরের সূত্রের খবর রয়েছে জুনের প্রথম সপ্তাহে প্রকাশ হতে চলেছে রেজাল্ট। মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE) সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই প্রায় 99 শতাংশ নম্বর জমা পড়ে গিয়েছে ,খুব শীঘ্রই বাকি নাম্বার গুলো জমা পড়ে যাবে। জানা গিয়েছে জুন মাসের 3 তারিখে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা প্রবল রয়েছে ।

WB_Madhyamik_Exam_Result_2022
WB Madhyamik Exam Result 2022

আজকে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট প্রকাশ করা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো এই বছর হয়ে যাওয়া মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসের 3 তারিখে প্রকাশ হতে পারে গত 16 ই মার্চ শেষ হওয়া এ বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।

দু’মাসের মধ্যে অধিকাংশ কাজ সেরে ফেলেছে পর্ষদ বলে খবর পাওয়া গেছে। বাকি কাজটা খুব দ্রুত সেরে ফেলা হবে ।আজকে কিছু জেলার মিটিং হয়েছে আরএ এই কমিটির বৈঠক হয়েছে। আজ শনিবার পর্ষদ কর্তারা মেদিনীপুরে আরএ কমিটির বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

কিছু পড়ে থাকা কাজ সেরে ফেলে জুন মাসের 3 তারিখে ফল প্রকাশ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ,কিন্তু তার আগে রাজ্য সরকারের অনুমতি চাওয়া হবে বলেও জানা গিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে গ্রিন সিগন্যাল মিললে এই বছর অর্থাৎ 2022 সালের মাধ্যমিক পরীক্ষার(wb mp result 2022) রেজাল্ট প্রকাশ করে দেয়া হবে তিসরা জুন ।

কিভাবে মাধ্যমিকের রেজাল্ট আপনারা দেখবেন তা নিচে বিস্তারিতভাবে আলোচনাকরা হলো-

মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে নিচের নিম্নলিখিত উপায়ে-

  • প্রথমত হচ্ছে এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানা যাবে
  • দ্বিতীয়ত হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে আপনার রেজাল্ট জানতে পারবেন
  • নির্দিষ্ট কতগুলি সাইট আছে সেই সাইটের মাধ্যমে আপনারা গেলে মাধ্যমিকের রেজাল্ট জানতে পারবেন
  • কিছু সাইট আছে যেখানে আপনার যদি রেজিস্টার করে রাখেন আগে থেকে তাহলে যখনই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পাবে তখনই আপনাদের ফোনে এসএমএস চলে আসবে
WB_Madhyamik_Examination_in_2021
WB Madhyamik Exam Result 2022

আমরা বিস্তারিত তথ্য আপডেট দেব কিছুদিনের মধ্যেই সেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা অনলাইন কোন কোন সাইট রয়েছে সেখানে গিয়ে আপনার রেজাল্ট দেখতে পারবেন এখানে ক্লিক করলে আমাদের বিস্তারিত তথ্য আপডেট আপনার পেয়ে যাবেন কিছুদিন পরেই আমরা সে তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দেব।

To know “How to check This year 2022 MP Exam result through online”- Click Here

West_Bengal_Madhyamik_and_Higher_Secondary_exam_date
WB Madhyamik Exam Result 2022

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে আরও বিস্তারিত আপডেট দেখতে এখানে ক্লিক করুন।
নোটিশ দেখতে এখানে ক্লিক করুন। আরও নিউজ পেতে এখানে ক্লিক করুন

FAQs

মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট 2022 কখন প্রকাশ পাবে?

আজকেরখবর অনুযায়ী 3রা জুন প্রকাশিত হতে পারে 2022 সালের মাধ্যমিক(wb Mp exam results) পরীক্ষার রেজাল্ট।

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশ পেতে পারে?

জুন মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে 2022 সালের উচ্চমাধ্যমিকের রেজাল্ট।

মাধ্যমিকেররেজাল্ট কি অনলাইনে জানা যাবে?

হ্যাঁ,রেজাল্ট অফলাইনের পাশাপাশি অনলাইনে ও জানা যাবে।

মাধ্যমিক এর মেধাতালিকা কি প্রকাশিত হবে?

হ্যাঁ।

2023 সালের মাধ্যমিক পরীক্ষা কি সম্পূর্ণ সিলেবাসে হবে?

হ্যাঁ,যদি না আবার অতিমারীর জেরে স্কুল বন্ধ হয়ে যায়!

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here