Wb Madhyamik Result 2020

0
18

 

Wb Madhyamik Result 2020

wb madhyamik result 2020 . As soon as the lockdown arises, the result of the wbbse Madhyamik Examination 2020 (secondary school) was published ! News said, that the board is taking steps to release the results of the secondary school immediately after the lockdown.wbbse Madhyamik Result 2020 is soon available at wbbse.org or wbresults.nic.in.  Wb Madhyamik Result 2020.

 

 

করোনার জন্য এখন যে লকডাউন চলছে যা শেষ হচ্ছে আগামী ৩ রা মে ২০২০ তে। কিন্তু এই লকডাউন আবার বাড়বে কিনা না সেই উত্তর এখন কারোর জানা নেই। এই লকডাউনের মাঝে আজ একটা খুবই গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে wbbse Madhyamik Examination 2020 Result নিয়ে।

 

wbbse (মধ্যশিক্ষাপর্ষদ) খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে চলেছে WB Madhyamik Examination 2020 Result প্রকাশ করা নিয়ে। জানা গিয়েছে,এই লকডাউন উঠলেই শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে উত্তরপত্র সংগ্রহের পরিকল্পনা নিয়েছে  wbbse (মধ্যশিক্ষাপর্ষদ) ! অর্থাৎ রাজ্যে লকডাউন ওঠার পরপরই প্রকাশিত হতে পারে 2020 Madhyamik Examination Result (এবছরের মাধ্যমিকের ফলাফল)।

 

PLEASE VISIT WBBSE OFFICIAL SITE http://wbbse.org/ FOR  NOTIFICATION AND MP RESULT 2020 OR CLICK HERE

wb madhyamik result 2020
wb madhyamik result 2020

 

ইতিমধ্যেই wbbse (মধ্যশিক্ষা পর্ষদ)- এর তরফে মূল্যায়নকারী শিক্ষকদের দুবার করে উত্তরপত্র মূল্যায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় বিষয় পিছু নম্বর দেওয়া শিটে নথিবদ্ধ করে রাখার কথা বলা হয়েছে। ফলে এখন শুধু অপেক্ষা লকডাউন উঠার।

WBBSE Madhyamik Results 2020 এই বছর মে মাসে প্রকাশিত হত ! কিন্তু দেশে এই লকডাউন চলায় Results প্রকাশিত হতে দেরি হচ্ছে। কিন্তু আজকের খবরের মোতাবেক, যাতে দ্রুত Results প্রকাশ করা যায় তাঁর জন্য যাবতীয় কাজ খুব দ্রুত শেষ করতে হবে এই লকডাউন  উঠলে, এবং এর জন্য WBBSE (মধ্যশিক্ষা পর্ষদ) প্রস্তুত । 

 

শিক্ষক নিয়োগ এবং রেজাল্ট নিয়ে যাবতীয় খবর পড়তে এখানে ক্লিক করুন…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here