This Post Contents
WB Madhyamik result 2022 link- এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা 2022 নিয়ে বড় খবর আপডেট বেরিয়ে আসছে । আগামী 3রা জুন প্রকাশিত হতে চলেছে এই বছরের অর্থাৎ ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট । সকাল দশটা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হচ্ছে যে মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে যে সমস্ত জল্পনা-কল্পনার ছিল তাঁর অবসান হলো ।
আমাদের খবরের সিলমোহর পড়লো। আমরা বেশ কিছুদিন ধরে বলে আসছিলাম যে ৩রা জুনই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে । ঠিক সেই মোতাবেক আজকে নোটিশ প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। নিচে ডাউনলোড লিঙ্ক থেকে সেই নোটিশটি ডাউনলোড করতে পারবেন ।
WB MP Exam Result 2022
বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিকের ফল জানা যাবে । তার সঙ্গে মোবাইল অ্যাপ এবং এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন 2022 সালের মাধ্যমিক পরীক্ষার। দীর্ঘ প্রায় দু’বছর পর অফলাইনে হল এবারের মাধ্যমিক পরীক্ষা । প্রায় 10 লক্ষ এর কাছাকাছি পরীক্ষার্থীরা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ২রা মার্চ পরীক্ষা শুরু হয়েছিল এবং 16 ই মার্চ শেষ হয়েছিল এই বছরের মাধ্যমিক পরীক্ষা ।
জানা যাচ্ছে এবারএর ফল প্রকাশের সঙ্গে সঙ্গে একটা মেধাতালিকা প্রকাশ করা হবে । যেখানে সম্ভাব্য প্রথম 10 জনের নামের তালিকা ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ{WBBSE} । সকাল ন’টায় প্রেস কনফারেন্স করা হবে এবং দশটা থেকে রেজাল্ট অনালাইনে প্রকাশ করে দেওয়া হবে।
WB Madhyamik result 2022 link
Serial No | Website | Serial No | Website |
1 | www.wbbse.wb.gov.in | 8 | www.schools9.com |
2 | http://wbresults.nic.in | 9 | wwwjagranjosh.com |
3 | www.exametc.com | 10 | www.vidyavision.com |
4 | http://abpananda.abplive.in | 11 | www.news 1 8bangl a.com |
5 | www.anandabazar.com | 12 | Bangla.hindustantimes.com _ |
6 | www.indiaresults.com | 13 | www.fastresult.in |
7 | www.results.shiksha | 14 | www.indiatoday.inieducation-today |
How to see WB Madhyamik Exam result via SMS
পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন । অনলাইনে সঙ্গে সঙ্গে অফলাইনে রেজাল্ট দেওয়া হবে । অনলাইনে রেজাল্ট জানার জন্য উপরে যে সমস্ত ওয়েবসাইটগুলো বলা হলো সেখানে আপনার ক্লিক করতে পারবেন । এসএমএসে রেজাল্ট জানার জন্য নিচের দেওয়া তথ্যটি ভালভাবে পড়ুন । সেখানে আপনারা আগে থেকে রেজিস্টার করতে পারবেন । যখন রেজাল্ট প্রকাশ পাবে সেই রেজাল্ট সরাসরি আপনার মোবাইল ফোনে পেয়ে যাবেন।
এছাড়াও গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে , মোবাইলে ইন্সটল করে রাখেন , তাহলে আপনার মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। নীচে সমস্ত প্রসেস দেওয়া হল-
- Send SMS as: WBJO<space>Roll Number to : 5676750
- Pre-register roll Number and Mobile Number on www.exametc.com to get the result free on SMS soon after result release.
- Students can download mobile App “Madhyamik Results 2022” from Google play store or website : www.results.siksha free of cost. Install it to get the results on mobile app.
FAQs
When WB MP Exam Result 2022 will be published?
Results of Madhyamik Pariksha (S.E.), 2022 will be announced by the Hon ‘ble President of the Board on 3″ June, 2022 at 9 a.m. through a PRESS CONFERENCE.
From when candidates are able to check their WB MP Exam 2022 Result?
The results will be available on the following websites from 10:00 a.m. on 03.06.2022.
Will this year merit list will provide?
Yes.
When Madhyamik Exam Result 2022?
On 3rd June at 10am.
How to check Madhyamik Result 2022?
Open any of the above websites,then click on “WB MP Result 2022” link,then provide your registration and DOB to see the result.