{PDF}WB new traffic fines PDF download|G.O. regarding increase of fines in WB 2022

2
2030

WB new traffic fines PDF download{G.O. regarding increase of fines in WB 2022}- পশ্চিমবঙ্গে ট্রাফিক জরিমানা পূর্ববর্তী জরিমানা হারের তুলনায় প্রায় দশগুণ বৃদ্ধি পেল। কারণ রাজ্য সরকার মোটর যানবাহন (সংশোধনী) আইন 2019 (West Bengal New Traffic Fine’s)কার্যকর করেছে ৷ বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে ধরা পড়লে একজন চালককে 5,000 টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার এই ধরনের কঠোর জরিমানা না করার সিদ্ধান্ত নেওয়ার দুই বছরেরও বেশি সময় পরে রাজ্যে সংশোধনী আইন প্রয়োগ করলো অবশেষে।

যে নয়া (WB New Traffic Fine’s) জরিমানায় আইন লাগু করা হয়েছে সেখানে রাজ্য সরকারের এক দিনে ‘আয়’ বাড়ল প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা বলে খবরের উঠে এসেছে। আমরা একনজরের দেখে নেবো কোন কোন ক্ষেত্রে কত পরিমাণ বাড়ল জরিমানা।

WB new traffic fines PDF download

বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণে জরিমানার অঙ্ক বাড়ানোর কথা ঘোষণা করেছিল পরিবহণ দফতর। বুধবার{২৬/০১/২০২২} প্রজাতন্ত্র দিবসেই যা (New Trafic Fine in WB) বলবৎ করতে শুরু করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। প্রথম দিনেই বিধি-ভঙ্গকারী গাড়ির বিরুদ্ধে জরিমানা ধার্য করা হয়েছে প্রায় ১৪ লক্ষ ৪৪ হাজার টাকা বলে আজকের খবরের উঠে এসেছে !

সমস্ত ছবির ডাউনলোড লিঙ্ক নীচে শেয়ার করা হয়েছে।

WB_new_traffic_fines_PDF_download
WB_new_traffic_fines_PDF_download

G.O. regarding increase of fines in WB 2022

ট্রাফিক আইন লঙ্ঘন আগে যা ছিল {টাকায়}এখন যা হল{টাকায়}
১.ট্র্যাফিক সিগন্যাল ভাঙা ১০০৫০০
২.বেআইনি পার্কিংয়১০০৫০০
৩.হেলমেট ছাড়া মোটরবাইক চালানো১০০১,০০০
৪.গতি-সীমা লঙ্ঘন৩০০১,০০০
৫.‘থার্ড পার্টি’ বিমা করা না থাকলে৪০০২,০০০
৬.বিপজ্জনক ভাবে গাড়ি চালানো১,০০০৫,০০০
৭.গাড়ির বৈধ সিএফ না থাকলে৫,০০০১০,০০০
৮. বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকলে৫০০৫,০০০
WB new traffic fines PDF download

West Bengal New Traffic Rules/Fine’s

GO_regarding_increase_of_fines_in_WB_2022
GO_regarding_increase_of_fines_in_WB_2022
WB_new_traffic_fines_PDF
WB_new_traffic_fines_PDF

যদি উপরের দেওয়া ফাইলগুলো{পিডিএফ}ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করুন, রাজ্য সরকারের ট্রাফিকের অফিশিয়াল {www.wbtrafficpolice.com} সাইট ভিজিট করুন ট্রাফিকের নতুন ফাইন নিয়ে আরও বিস্তারিত আপডেট পেতে। এই নতুন ট্রাফিক নিয়ে আরও খবর আপডেট পেতে এখানে ক্লিক করুন।

FAQs

ট্র্যাফিক সিগন্যাল ভাঙালে এখন নতুন কত ফাইন ধার্য হয়েছে ?

৫০০ টাকা নতুন কত ফাইন ধার্য হয়েছে ।

বিনা হেলমেটে মোটরবাইক চালালে এখন নতুন কত ফাইন ধার্য হয়েছে ?

১০০০ টাকা নতুন কত ফাইন ধার্য হয়েছে,যদি কেউ বিনা হেলমেটে মোটরবাইক চালাই তার জন্য।

গাড়ির বৈধ সিএফ না থাকলে এখন নতুন কত ফাইন ধার্য হয়েছে ?

১০,০০০ টাকা। আগে এর পরিমাণ ছিল ৫,০০০ টাকা।

বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকলে এখন নতুন কত ফাইন ধার্য হয়েছে ?

১০০০ টাকা ফাইন দিতে হবে যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here