This Post Contents
WB Polling Personnel Allowance:- Here we discuss all details updates about West Bengal Polling Personnel Allowance in 2021 Bidhan sobha Election.Here discuss 1st Polling Officers Allowance,2nd Polling Officers Allowance,3rd Polling Officers Allowance.PrO{Presiding Officer} Allowance,Sector Officers Allowance ,Micro Observer Allowance.
WB Polling Personnel Allowance,1st Polling,2nd Polling,3rd Polling,PrO,Sector officer
এই বারের বিধানসভা নির্বাচনের জন্য পোলিং পারসনেলদের {WB Polling Personnel Allowance – ভোটকর্মীদের} ভাতার ঘোষণা করা হল। নীচে বিস্তারিত ভাবে সমস্ত ভোটকর্মীদের ভাতা দেওয়া হয়েছে।
Presiding{PrO} | 1st Polling । 2nd Polling |3rd Polling -Polling Allowance
Duty | Presiding{PrO} Officers | 1st Polling Officers | 2nd Polling & 3rd Polling Officers |
First Day Of Training | 350 | 250 | 250 |
Second Day Of Training | 350 | 250 | 250 |
Third Day Of Training | 350 | 250 | – |
Before Poll Day | 350 | 250 | 250 |
On Poll Day | 350 | 250 | 250 |
For Meal* | 170 | 170 | 170 |
More News Information | Visit | www.wbedu.in | Click Here |
ভোটকর্মীদের ভাতা এবারও বাড়ছে না !!
২০১৪ সালে লোকসভা ভোটের সময় প্রিসাইডিং অফিসারদের প্রতিদিন ৩৫০ টাকা ও পোলিং অফিসারদের ২৫০ টাকার যে ভাতা ছিল এবারের ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেটাই থাকছে। যদিও এই সময়ে মূল্যবৃদ্ধি রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। এই সময়ে কর্মচারীদের বেতন বৃদ্ধিও ঘটছে পে কমিশন লাগু হওয়ার জন্য কিন্তু ভোটকর্মীদের ভাতা এবারও বাড়ছে না। সেই নিয়ে বিভিন্ন কর্মচারীদের সংগঠন গুলো নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে।
* ভোটকর্মীদের ভাতা না বাড়লেও এবার প্রশিক্ষণের সময় ভোটকর্মীদের খাওয়া খরচ বাবদ ১৭০ টাকা দেওয়া হয়েছে। এই খরচ আগে কখনও দেওয়া হয়নি। এই টাকা কর্মীদের একাউন্টে সরাসরি দেওয়া হবে বলেও খবর !!
নির্বাচন দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটকর্মীরা {WB Polling Personnel Allowance} তিনদিনের প্রশিক্ষণ নেওয়ার জন্য ঐ একই হারে টাকা পাবেন। ভোটগ্রহণের কাজ করার জন্য এবং ভোটের আগের দিনে ভোটের মালপত্র DCRC থেকে নেওয়ার জন্য ঐ হারে টাকা পাবেন ভোটকর্মীরা। মোট পাঁচদিনের {Presiding{PrO} এবং 1st Polling} এবং চারদিনের {2nd Polling-3rd Polling} টাকা কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে বলে খবর।
এবারের খাবারের খরচের টাকাও অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে খবর। এছাড়া বুথে জরুরি প্রয়োজনে খরচ করার জন্য প্রিসাইডিং{Presiding[PrO]} অফিসার ৩০০ টাকা পান। মোবাইল ফোনের খরচ বাবদ প্রিসাইডিং অফিসারকে আরও ৫০ টাকা দেওয়া হয়। ভোটগ্রহণ সংক্রান্ত রিপোর্ট নিয়মিত প্রিসাইডিং অফিসারকে মোবাইল মেসেজ করে পাঠাতে হয় নির্বাচনী আধিকারিকের অফিসে। এই দু’টি খরচও এবার একই রাখা হয়েছে।