WB Primary 187 candidates name list – প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য লিস্ট জারি করলো পর্ষদ,very big Primary recruitment news 2022

0
100

WB Primary 187 candidates name list– প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য লিস্ট জারি করলো পর্ষদ।আজকে প্রাথমিক পর্ষদ প্রায় ১৮৭ জনের নামের লিস্ট জারি (WB Primary 187 candidates name list)করেছে, শিক্ষক নিয়োগের পরবর্তী ধাপ শুরু করার জন্য। নিচে দেওয়া লিঙ্ক থেকে এই লিস্ট ডা উ ন লোড করে নিতে পারবেন। পর্ষদ জারি করা নোটিশ অনুসারে ঐ ১৮৭ জন ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেসন করা হবে।

WB Primary 187 candidates name list
WB Primary 187 candidates name list(file image)

যদি ডকুমেন্ট ভেরিফিকেসন সফল ভাবে পাস করে চাকরিপ্রার্থীরা তাহলে তাঁদের Viva-voce/aptitude Test নেওয়া হবে। মনে রাখতে হবে চাকরিপ্রার্থীদের আগে নীচে দেওয়া সকল ডকুমেন্টের Scrutiny/verification করবে প্রাথমিক পর্ষদ, তাঁর পর তাঁদের নিয়োগের পরবর্তী স্টেপে পাঠানো হবে।

যদি কোনও চাকরিপ্রার্থী বা ঐ সমস্ত কোনও রিট-পিটিশনকারী প্রার্থী নিম্ন লিখিত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে ব্যর্থ হন, তাহলে তাকে Scrutiny/verification প্রক্রিয়া এবং Viva-voce/aptitude Test টেস্টে অংশগ্রহণের জন্য বিনোদিত করা হবে না এবং এটি মাননীয় হাইকোর্টে যথাযথভাবে জানানো হবে।

WB Primary 187 candidates name list

List of testimonials/documents

  1. TET Admit Card
  2. Original Admit Card of Madhyamik Pariksha or Equivalent Examination/Certificate/ any other valid document showing the proof of age.
  3. Original Mark Sheet & Certificate of Madhyamik Pariksha or Equivalent Examination
  4. Original Mark Sheet & Certificate of Higher Secondary (10+2) or Equivalent Examination
  5. Original Mark Sheet & Certificate of relevant Training Qualifications (D.E1.Ed./Spl D.Ed.)
  6. Original Mark Sheet & Certificate of Bachelor Degree, if applicable
  7. Original Scheduled Caste/ Scheduled Tribe/OBC-A Category / OBC-B Category certificate, issued by competent Government Authority
  8. Original Physically Handicapped Certificate as per Government Rule (where applicable)
  9. Original relevant certificate for Exempted Category, issued by competent Government Authority (where applicable)
  10. Original relevant certificate for Ex-Serviceman Category, if applicable
  11. Certificate for appointment of Primary Para Teacher (Original), if any, issued by the competent Government Authority.
  12. Original Experience Certificate as a Primary Para Teacher, issued by the DPO/SDO for counting of service & age relaxation (where applicable)
  13. All relevant testimonials and certificates in original, relating to co-curricular activities, if any, as per West Bengal Primary School Teachers Recruitment Rules, 2016.
  14. Original Voter ID Card/AADHAAR CARD
  15. Two Passport Size Photographs (self-attested)
  16. Relevant Judgement of Hon’ble High Court, Calcutta with the front page showing the Writ Petition Number and all the pages with the list of names of the writ petitioners.
  17. Other relevant documents applicable (if any) in terms of West Bengal Primary School Teachers Recruitment Rules, 2016.
WB Primary 187 candidates name list
WB Primary 187 candidates name list

মনে রাখতে হবে ঐ ১৮৭ জন ক্যান্ডিডেটের Scrutiny/Verification process এবং Viva-voce/Aptitude Test নেওয়া হবে সকাল 10:00 a.m. থেকে বিকাল 05:00 pm পর্যন্ত আগামী 19.09.2022 (Monday) । এই Scrutiny/Verification process এবং Viva-voce/Aptitude Test নেওয়ার স্থান হল- Acharya Prafulla Chandra Bhavan. DK-7/1, Salt Lake, Sector-II, Kolkata — 91.

এখানে ক্লিক করে ঐ ১৮৭ জনের নামের লিস্ট দেখে নিন- WB Primary 187 candidates name list(সিরিয়াল নাম্বার 116 এ ডাউনলোড লিঙ্কটি পাবেন। )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here