This Post Contents
WB Primary Interview 2023– প্রাথমিক পর্ষদ নোটিশ জারি করে ইন্টারভিউ/ভিভা-ভোস এবং অ্যাপ্টিটিউড টেস্টের জন্য বিজ্ঞপ্তি (দ্বিতীয় পর্যায়) দিনক্ষণ জানিয়ে দিল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন (WBBPE), পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষক/সুপারিশকারী সংস্থা, কলকাতার জন্য বেছে নেওয়া প্রার্থীদের সরাসরি তত্ত্বাবধানে এবং পর্যবেক্ষণের অধীনে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ/ভাইভা-ভোস এবং অ্যাপটিটিউড টেস্টের দ্বিতীয় পর্ব পরিচালনা করতে চলেছে। মঙ্গলবার 10/01/2023 তারিখে এই ইন্টারভিউ (WB Primary Interview 2023) নেওয়া হবে।
আজকে পর্ষদ 3rd এবং 4th ফেজের ইন্টারভিউ এর জন্য নোটিশ জারি করেছে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর জেলার জন্য যারা ডিস্ট্রিক্ট পিফারেন্স দিয়েছেন ,তাঁদের আগামী 11ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে। নোটিশের ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে। কিভাবে কল লেটার ডাউনলোড করবেন, তারও তথ্য নীচে দেওয়া হয়েছে।
Interview date | District Name |
11/01/2023 | Alipurduar and siliguri |
13/01/2023 | Alipurduar and siliguri |
14/01/2023 | Dakshin Dinajpur |
বিধি 8 (3) এর পরিপ্রেক্ষিতে (টেবিল — A) SI. সংখ্যা (v), (vi) এবং (vii) পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, 2016 হিসাবে সংশোধিত [এর পরে নিয়োগ বিধি]৷ এই ধরনের ইন্টারভিউ/ভাইভা-ভোস এবং অ্যাপটিটিউড টেস্ট একটি স্বাধীন অনুশীলন হবে। এই অনুশীলনটি প্রয়োজনীয় কারণ 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার জন্য এই ধরনের ইন্টারভিউ/ভাইভা-ভোস এবং যোগ্যতা পরীক্ষা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া হবে, আবেদনকারীদের সংখ্যা বিবেচনা করে, যাদের প্রত্যেকের (WB Primary Interview 2023) ইন্টারভিউ/ভাইভা-ভোস এবং অ্যাপটিটিউড টেস্ট ভিডিও গ্রাফ করা হয়েছে।
CTET pass Candidates application for WB TET- বয়স পেরিয়ে গেলেও আবেদন করা যাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়!- Click Here to read this news and download notification.
WB Primary Interview 2023
কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে– এই জাতীয় সমস্ত প্রার্থীদের নীচে তালিকাভুক্ত নথিগুলির আসল এবং স্ব-প্রত্যয়িত ফটোকপি সহ ইন্টারভিউ (WB Primary Interview 2023) বোর্ডের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে-
- Admit Card of the TET
- Downloaded Document of TET-qualification
- Admit Card of Madhyamik Pariksha/Certificate thereof as proof of age.
- Mark sheet and Certificate of Madhyamik or its equivalent examination issued by Board /Council.
- Mark sheet and Certificate of Higher Secondary or its equivalent examination issued by Board /Council
- Mark sheet and Certificate of Two Year D. El. Ed./D.Ed. (Special Education)/B.Ed. /B.P.Ed. or its Equivalent Examinations.
- Mark sheet and Certificate of Graduation (BA/B.Sc./B.Com. etc) issued by University, if applicable.
- Caste Certificate (SC/ST/OBC-A/OBC-B) issued by competent Govt. authority, if applicable.
- PH certificate, as per Govt. rules, where applicable.
- Exempted category-certificate issued by the competent Govt. authority, if applicable.
- Ex-servicemen-certificate, if applicable.
- First engagement letter issued by the Competent Govt. Authority as a pars-teacher, where applicable
- Experience certificate of a para-teacher issued by the D.P.O./S.D.O for counting of services and age —relaxation, where applicable.
- All relevant testimonials and certificates, relating to co-curricular activities, as per recruitment rules, if any.
- Voter ID/Aadhar Card.
- One Passport size photograph, self-attested.
WB Primary Interview 2023
10.01.2023 তারিখে ইন্টারভিউ/ ভাইভা-ভোস এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য উপস্থিত প্রার্থীদের তালিকা (দ্বিতীয় পর্যায়)- লিস্ট দেখতে হলে এখানে ক্লিক করুন। সিরিয়াল নাম্বার ১৪৫ থেকে ডাউনলোড করতে পারবেন।
Primary Teachers Recruitment Court case-প্রাথমিকে ফের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের,সঙ্গে জরিমানাও-Click Here to read this news
Primary Teachers Recruitment 2014-2017 – কোন জেলা থেকে কত নিয়োগ এবং ক্যাটেগরি হিসাবে কত নিয়োগ!-Click Here to read this news
WB Primary Interview 2023-কোনো প্রার্থী কোনো ক্ষেত্রে অযোগ্য বলে প্রমাণিত হলে, তাকে ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থিত হতে দেওয়া হবে না।সময় স্লট এবং সাক্ষাত্কার প্রক্রিয়ার স্থান প্রতিটি প্রার্থীর বিষয়ে জারি করা ইন্টারভিউ চিঠিতে উল্লেখ করা হবে যা তার ইমেলের মাধ্যমে পাঠানো হবে। প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2022 পোর্টাল (ক্লিক করুন এখানে) ব্যবহার করেও ইন্টারভিউয়ের (WB Primary Interview 2023)জন্য কল লেটার ডাউনলোড করা যেতে পারে।
কোনো বিভ্রান্তি/অস্পষ্টতা দূর করার জন্য, পরীক্ষাকারী/সুপারিশকারী সংস্থা, বোর্ড হওয়ার কারণে এটি প্রচুর পরিমাণে স্পষ্ট করে দেয় যে 2022 নিয়োগ প্রক্রিয়ার জন্য রাজ্যব্যাপী মেধা তালিকা শুধুমাত্র নিয়োগের নিয়মে থাকা প্রতিটি বেঞ্চমার্কের মূল্যায়ন/মূল্যায়ন করার পরেই প্রকাশ করা হবে। কোভিড-১৯ প্রোটোকল বজায় রাখা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক!
কি ভাবে ইন্টারভিউ কল লেটার (Print Call Letter) ডাউনলোড করা যাবে?
- প্রথমে প্রাথমিক পর্ষদের অফিশিয়াল সাইট ভিজিট করতে হবে।
- ওখানে একটি লিঙ্ক দেওয়া আছে “Application for Recruitment-2022” নামে।
- ঐ লিঙ্কে ক্লিক করতে হবে।
- এর পর একটি নতুন পেজ সামনে আসবে।
- সেখানে “PRIMARY TEACHER RECRUITMENT-2022” ঘরে ক্লিক করতে হবে।
- এর পর অনেক অপশন আসবে,সেখান থেকে “Print/Download Call Latter” ঘরে ক্লিক করতে হবে।
- এর পর নির্দিষ্ট ঘরে “Registration No” এবং “DOB” দিয়ে ফিলাপ করতে হবে।
- এর পর “Print Call Letter” ঘরে ক্লিক করে নিজের ইন্টারভিউ কল লেটারটি প্রিন্ট করে নিতে হবে।
FAQs
কবে কোলকাতায় দ্বিতীয় ফেজ ইন্টারভিউ শুরু হবে?
আগামী ১০/০১/২০২৩ তারিখে কোলকাতায় দ্বিতীয় ফেজ ইন্টারভিউ শুরু হবে,রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য।
মোট কতগুলি শূন্য পদ রয়েছে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য?
এখন ,পর্ষদের নোটিশ অনুসারে রাজ্যে ১১,৭৬৫ টি শূন্য পদ রয়েছে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য।
কোলকাতায় কি আরও ফেজ বাকি আছে প্রাথমিক শিক্ষক নিয়গের ইন্টারভিউের জন্য?
না সেই রকম কোনও নিউজ আসে নি,তবে আনুমানিক ভাবে মনে হচ্ছে এটাই শেষ ফেজ।
বাকি জেলায় কবে শুরু হবে ইন্টারভিউ ,প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য?
প্রাথমিক পর্ষদের নোটিশ অনুসারে বাকি জেলায় ধাপে ধাপে শুরু হবে ।
Primary school
I am Shahnaz khatoon leave in Asansol l qualified B.A 1st sem Urdu honus
Samiraddin Sekh
Asmina khatun
82 peyechi