WB Primary President said-প্রত্যেক বছর প্রাইমারি টেট – শূন্য পদ বেড়ে হল প্রায় 4000,ফের প্রাইমারি হাজার খানেক নিয়োগ !very big

WBBPE_New_Chairman_Name
WBBPE_New_Chairman_Name

WB Primary President said-প্রত্যেক বছর প্রাইমারি টেট নেওয়া হবে আজকে এমনটাই জানিয়েছে প্রাথমিক পর্ষদ{WBBPE President} সভাপতি গৌতম পাল । তিনি আজকে সভাপতির পদ গ্রহণ করে এই বার্তা দিয়েছেন সঙ্গে তিনি জানিয়েছেন যে, কোনও অস্বচ্ছতা থাকবে না ও উকিলের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিকে নিয়োগ জট কাটানো হবে! এই দিকে আজকে প্রাইমারি আরটিআই মামলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট সামনে এসেছে।

সেখানে পর্ষদের আগের দেওয়া পরে থাকা শূন্য পদের হিসাব থেকে শূন্য পদ অনেকটা বেড়েছে। নীচে আজকে মামলার বিস্তারিত খবর আপডেট শেয়ার করা হল।

WB Primary President said

WB Primary President said
WB Primary President said

আজকে নতুন প্রাথমিক বোর্ড প্রেসিডেন্ট গৌতম পাল ঘোষণা {WB Primary President said} করলেন , প্রত্যেক বছর টেটে নিয়োগ হবে, কোনও অস্বচ্ছতা থাকবে না! সঙ্গে তিনি এও ঘোষণা করেন যদি কোথাও কোনও নিয়োগ জট থাকে তাহলে তা উকিলের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিকে নিয়োগ জট কাটানো হবে!

Live video about Every Year primary TET Exam

এই দিকে আজকে প্রাথমিকের আরটিআই মামলার শুনানি হয়েছে কোর্টে। সেখানে পর্ষদ আগের অবস্থান থেকে অনেকটা সরে এসে আজকে নিজেদের বক্তব্য রাখে বলে খবর। আগের শুনানিতে কোর্টে পর্ষদ জানিয়েছিল যে ১১১৪ টি শূন্য পদ পরে রয়েছে ১৬৫০০ থেকে। কিন্তু আজকে কোর্টে তাঁরা জনিয়েছে যে ঐ ১১১৪টি হল নন জয়েনিং শূন্য পদ এবং ৩৯২৯ টি হল টোটাল পরে থাকা শূন্য পদ।

অর্থাৎ এখনও {আজকের হিসাব অনুসারে}প্রায় ৩৯২৯ টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হতে পারে! যেহেতু এটা এখনও কোর্টে মামলা চলছে তাই ফাইনাল ডিসিশন কোর্ট জানাবে কত পদে কাঁদেরকে নিয়োগ করা হবে!

গত শুনানিতে কোর্ট উভয় পক্ষেকে একসঙ্গে বসে এই পরে থাকা শূন্য পদের একটা হিসাব তৈরি করতে বলেছিল। ঠিক সেই মতাবেক উভয় পক্ষ বসে আজকে কোর্টে এই ৩৯২৯ টি শূন্য পদের হিসাব তুলে ধরেছে!

WB Primary President said
WB Primary President said{file image}

কোর্ট এই মামলাটি আগামী ০৯/০৯/২০২২ এ ফের শুনবেন বলে জানিয়েছে। ঐ দিন দুপুর ২টোয় ফের শুনানি হবে। সেই দিন উভয় পক্ষেকে নিজেদের দেওয়া শূন্য পদের হিসাব আরেকবার জমা দিতে হবে। তবে সেই শুধু শূন্য পদের হিসাব নয়, তাঁর সঙ্গে ঐ শূন্য পদের ব্রেক আপ অর্থাৎ ক্যাটাগরি অনুসারে কোথায় কত শূন্য পদ রয়েছে তা উভয় পক্ষকে জানাতে হবে।

আজকের শুনানির আগে মামলা কারীদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এখনও ১৬,৫০০ এর মধ্যে প্রায় ৬০০৪ টি শূন্য পদ পরে রয়েছে।

আজকের শুনানির অর্ডার কপি দেখতে হলে – এখানে ক্লিক করুন। আপার প্রাইমারি নিয়োগ জট কাটছে! সেই নিয়ে নিয়োগ আপডেট পেতে এখানে ক্লিক করুন