This Post Contents
WB Primary Teachers Recruitment New List– এই মুহূর্তে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য এক গুরুত্বপূর্ণ লিস্ট প্রকাশ করেছেন ডিপিএসসি । আপনাদের সঙ্গে সমস্ত তথ্য আপডেট শেয়ার করা হচ্ছে। কিভাবে লিস্ট দেখবেন ? কাদের জন্য এই লিস্ট ? কিভাবে ডাউনলোড করবেন ? সমস্ত তথ্য তাই আপনাদের সঙ্গে এই প্রতিবেদনের শেয়ার করা হচ্ছে । নিচের দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আপনার ডাউনলোড করতে পারবেন এবং আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে।
২০০৯ সালের শিক্ষক নিয়োগ নিয়ে মামলা হয় কোলকাতা হাইকোর্টে। দীর্ঘ দিন ধরে এই মামলা চলার পরে কোর্ট মামলাকারীদের পক্ষে রায় দেয় এবং দুই ডিপিএসসি{উত্তর ২৪ পরগনা এবং মালদা} তখন শিক্ষক নিয়োগের জন্য লিস্ট জারি করেছিল,২০২১ সালে ।
আজকে সেই সমস্ত মামলা থেকে আরও লিছু লিস্ট জারি করেছে মালদা ডিপিএসসি বলে খবর সামনে এসেছে। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে তা ডাউনলোড করে নিতে পারবেন।
WB Primary Teachers Recruitment New List
Name Of The Post | Primary School Teachers |
Board | WBBPE |
State | West Bengal |
Updates | Recruitment from 2009 Court Case |
Starting Salary | Click Here |
আজকের যে লিস্ট প্রকাশ পেয়েছে সেটা মূলত মালদা ডিপিএসসি থেকে প্রকাশ পেয়েছে এবং সেটা বলা হয়েছে যে অ্যাডিশনাল 5 পার্সেন্ট একটা লিস্ট প্রকাশ করতে রিকোয়েস্ট করা হয়েছে ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটকে। এটা মূলত 2009 সালে কেস থেকে অর্ডার হয়েছিল ০৮/০১/২০২১ সালে কলকাতা হাইকোর্টে। যার কোর্টের কোর্ট কেস নাম্বার ছিল ১৫১২৮/২০১৭ , নিহার বিশ্বাস এবং আদারস । এই মামলা থেকে আরও 5 পার্সেন্ট অ্যাডিশনাল একটি প্যানেল আপলোড করতে বলা হয়েছে ।যে প্যানেল লিস্ট প্রকাশ পেয়েছে তার জন্য ক্যাটাগরিজ মিডিয়ামের লিস্ট স্মনে এসেছে। এখানে প্রায় ৪৯ জনের নাম হয়েছে।
২০০৯ সালের ফুল প্যানেল লিস্ট দেখতে বা আরও নিউজ পেতে এখানে ক্লিক করুন।
FAQs
আজকের এই ২০০৯ প্রাইমারি লিস্টে কত জনের নাম রয়েছে?
প্রায় ৪৯ জনের নাম রয়েছে, আজকের মালদা ডিপিএসসি জারি করা লিস্টে।
এটা কি ২০০৯ সালের প্যানেল লিস্ট ?
হ্যাঁ, যেটা কোর্টের রায়ের ভিত্তিতে প্রকাশ পেয়েছিল।
আরও কি ২০০৯ থেকে লিস্ট প্রকাশিত হতে পারে?
সঠিক ভাবে বলা যাচ্ছে না !
প্রাথমিক শিক্ষকদের শুরুতে বেতন কত হবে?
এই পোষ্টে সেই লিঙ্ক শেয়ার করে দেওয়া হয়েছে।
২০১৭ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ কবে শুরু হবে ?
খুব তাড়াতাড়ি ! জুন মাসে কোনও নিউজ আসতে পারে !
টেট সার্টিফিকেট কবে দেবে?
এই নিয়ে আরও নিউজ পড়তে আমাদের হোম পেজ ভিজিট করুন।
2014সালের প্রাইমারি লিস্ট কি আর বের হবে?
যদি বের হয় তো কবে বের হবে?
WAIT KORUN …EI NIYE EKHONO KONO NEWS ASE NI
North24 parganas 2009 waiting list any news….
No news