WB Primary Teachers Recruitment Notice 2022- রাজ্যে আরও প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে! very big

4
140


WB Primary Teachers Recruitment Notice-এই মুহূর্তে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটি {WBBPE}নোটিশ জারি করেছে প্রাথমিক পর্ষদ। আরও কিছু প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে ঐ নোটিশে পরিষ্কারভাবে বলা হয়েছে। যে সমস্ত ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কিছু ডকুমেন্টস গোলমাল ছিল , তাদের এবার সেই সমস্ত গোলমাল কাঁটিয়ে নিয়োগ করা হবে ! এই নিয়ে ডিটেলস আপডেট এবং বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে।

WB Primary Teachers Recruitment Notice

wb_primary_tet_2021_result_date
wb_primary_tet_2021_result_date

আপনার ইতিমধ্যে অবগত আছেন রাজ্যে 16500 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে 2014 টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেটদের মধ্য থেকে। ইতিমধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া প্রায় কমপ্লিট। যদিও সেই ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেক মামলা হয়েছে । ঐ সমস্ত মামলার মধ্যে অন্যতম মামলা হল প্যারা টিচারদের মামলা,১৬,৫০০ {Primary 16500 New Panel list}শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে।

আপনারা জানেন যে যখন প্রাথমিকের শিক্ষক নিয়োগ করার জন্য প্যানেল প্রকাশ করা হয় তখন সেই প্যানেল তৈরি করা হয় বিভিন্ন ক্যাটাগরির এবং বিভিন্ন মেডিয়াম অনুসারে।ঠিক একই ভাবে পর্ষদ ১৬,৫০০ শিক্ষক নিয়োগ করার জন্য যে প্যানেল প্রকাশ করে ১৫/০২/২০২১ তারিখে তখন ও সেখানে একই ভাবে বিভিন্ন ক্যাটাগরির এবং বিভিন্ন মেডিয়াম অনুসারে প্যানেল প্রকাশ করে।

কিন্তু ঐ প্যানেল সামনে আসতেই অনেক চাকরি প্রার্থী সমস্যায় পরেন। দেখা যায় অনেক উচ্চ প্রাথমিকের প্যারাটিচার তারা আবেদন জানায় প্রাথমিকের শিক্ষকতার জন্য। কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে শুধু প্রাথমিক প্যারাটিচারাই সংরক্ষণের সুবিধা প্রায় “প্রাথমিক শিক্ষক নিয়োগ রুলস অনুসারে” ।

তাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ভাইভা নেওয়া হয় তখন তাঁদেরকে উইথ হেলড করে দেওয়া হয়। কারণ তাঁরা তখন উপযুক্ত ডকুমেন্ট দেখাতে পারে নি তাই।

কিন্তু তাঁদের একটা প্লাস পেয়েন্ট ছিল তা হল তাঁরা empanelled ক্যান্ডিডেটদের থেকে সমান অথবা বেশি নম্বর পেয়েছিল। এর ভিত্তিতে তাঁরা কোর্টে মামলা করে। তাদের মামলা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে উঠে। সেই বেঞ্চে গত ২৪/০২/২০২২ তারিখে একটি অর্ডার জারি করা হয়। এবং বলা হয় যেহেতু তাঁদের স্কোর empanelled ক্যান্ডিডেটদের থেকে সমান অথবা বেশি ,তাই তাঁদেরকে re-empanelled করা হোক।

এই রায়ে সারা দিয়ে প্রাথমিক পর্ষদ আজকে ১১/০৪/২০২২ তারিখে কোর্টের রায়ে সারা দিয়ে তাঁদেরকে re-empanelled এর নোটিশ জারি করেছে।

যে সমস্ত মামলাকারীরা এই re-empanelled এর সুযোগ পাবে সেই সমস্ত মামলা গুলো নীচে দেওয়া হল।

WB Primary Teachers Recruitment Notice

WPA-2950 of 2022
WPA-2381 of 2022
WPA-1785 of 2022
WPA-2782 OF 2022
WPA-2784 OF 2022
WPA-2952 OF 2022
WB Primary Teachers Recruitment Notice

নোট- “This is also to notify that some writ petitioner candidates under the aforementioned orders, who were empanelled as Para Teachers/Exempted Category/Ex-serviceman/PH category candidates but have not been re-empanelled after de-categorization, may submit applications for information relating to their non-empanelment after de-categorization, to the undersigned with requisite formalities.”

WB Primary Teachers Recruitment Notice

WB Primary Teachers Recruitment Notice
WB Primary Teachers Recruitment Notice

যদি উপরের দেওয়া নোটিশটি ডাউনলোড করতে চান তাহলে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরও আপডেট নিউজ পড়তে এখানে ক্লিক করুন এবং উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরও আপডেট পেতে এখানে ক্লিক করুন।

FAQs

When Primary 2017 interview conducted ?

After completing 2014 pending process,then the date of 2017 primary teachers recruitment process will notify.

What is WBBPE main website?

https://www.wbbpe.org/

Is there any chance for more vacancy/list out from 16,500 teachers recruitment?

According to various news there is no chance ! But if we get any news or notice we will post here.

What is the tentative vacancy for 2017 WB Primary TET ?

According to our source 8000-10000 .

4 COMMENTS

  1. আমি ২০১৪ তে টেট দিয়েছিলাম, কিন্তু কোনো রেজাল্ট পাই নি।আমি কি ভাবে জানতে পারবো স্যার ?

  2. আমি আপার প্রাইমারি প্যারা টিচার, ২০১৪ সালে টেট পাশ করি এবং ইন্টারভিউ দিয়েছ কিন্তু ২০২১ সালের ইন্টারভিউ দিই নি। এমত অবস্থায় আমার কি কিছু করনিয় আছে?

  3. স্যার,
    আমি ২০১৪ প্রাইমারি টেট উত্তীর্ণ। আমি একজন আপার প্রাইমারি প্যারা টিচার। ভাইভা তে আমাকে বসতে দেয়া হয়নি কারণ আমি আপার প্রাইমারি প্যারা টিচার ছিলাম। আমার স্কোর খুব ভালো ছিল। আমি কোনো কেস করিনি। এই নোটিফিকেশন থেকে আমি কি কোনো সুযোগ পেতে পারি, দয়া করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

  4. নতুন করে টিচার নিয়োগ কবে হবে যারা 2000 সালের বিএড কমপ্লিট করেছে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here