WB Primary Teachers recruitment Notice 2022- আরও প্রাথমিক শিক্ষক নিয়োগ!

1
116

WB Primary Teachers recruitment Notice 2022-এই মুহূর্তে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটি নোটিশ জারি করেছে প্রাথমিক (WBBPE) পর্ষদ। সেই নোটিশে আরোও কিছু প্রাথমিক শিক্ষক (WB Primary Teachers) নিয়োগ করতে চলেছে প্রাথমিক পর্ষদ। কারণ যে সমস্ত উইথহেল্ড ক্যান্ডিডেট ছিল এবং তারা তাদের পর্যাপ্ত ডকুমেন্ট গুলোকে তারা দেখাতে পারেননি, ভেরিফিকেশনের এবং স্ক্রুনিটির সময়। তাই তাদের আরেকবার সুযোগ দিয়েছে প্রাথমিক পর্ষদ।


তাদের যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরি থেকে তাদেরকে ডিক্যাটাগরিআইজ করে নতুনভাবেপ্যানেল তৈরি করা হবে। তার জন্য নোটিফিকেশন জারি করেছে পর্ষদ। এই নিয়ে বিস্তারিত তথ্য প্রচার করা হচ্ছে।

WB Primary Teachers recruitment Notice 2022

আজকে প্রাথমিক(WBBPE Primary School Teachers )পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে একটি নতুন নোটিফিকেশন আপডেট সামনে আসে । এই নোটিফিকেশনটি মূলত সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা প্যারাটিচার /এক্সামটেড ক্যাটাগরি/ ex-servicemen/ পি এইচ ক্যাটাগরিতে আবেদন করেছিলেন এবং পরীক্ষায় পাশ ও করেছিলেন।

কিন্তু যে স্টেট ওয়াইজ যে লিস্ট পাবলিশ করা হয়েছিল একটি 23/11/2021 এবং আরেকটি হচ্ছে 24/3/2022 সেই নিয়োগে তাঁরা তাঁদের পর্যাপ্ত ডকুমেন্ট দেখাতে পারেন নি। ফলে তাঁদেরকে ডি ক্যাটাগরিআইজ করে নতুন মেরিট লিস্ট তৌরি করা হবে। তবে একটি বিষয় হল তাঁদের স্কোর লাস্ট এমপ্লেনেড ক্যান্ডিডেট থেকে সমান অথবা বেশি। তাই কোর্টের নির্দেশ মত তাঁদের ডি ক্যাটাগরিআইজ করে তাঁদের নিয়োগ করা হবে!

যে দুটি লিস্টের কথা ওই নোটিশে বলা হয়েছে, সেখানে একটি লিস্টে 478 জন এবং আরেকটি লিস্টে 738 (Primary 738 panel) জন প্যানেল ভুক্ত হয়েছিল!


তাঁদের মধ্যে থেকে কিছু জন নিজেদের পর্যাপ্ত ডকুমেন্ট দেখাতে না পারায় তাঁদেরকে উইথহেল্ড করে রেখে ছিল পর্ষদ। কিন্তু তারপর কোর্ট নির্দেশ দেয় যেহেতু ঐ সমস্ত ক্যান্ডিডেটদের নিজেদের ক্যাটাগরিতে সুযোগ-সুবিধা না পেলেও তাদের স্কোর টা ছিল লাস্ট এমপ্লেনেড ক্যান্ডিডেট এর সমান বা তার থেকে বেশি।

2014 থেকে আরও কিছু জনের চাকরি।
এক দুই দিনের মধ্যে লিস্ট।
DPSC তে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে।
কোর্টের নির্দেশ মতাবেক লিস্ট।
আগের কিছু লিস্টের উইথ হেল্ড ক্যান্ডিডেট দেরকে সুযোগ।
WB Primary Teachers recruitment Notice
wb_primary_tet_2021_result_date
WB Primary Teachers recruitment Notice

তাই তাদেরকে ডি ক্যাটাগরিওয়াইজ করে যদি তাদের নাম্বারে ভিত্তিতে তাদেরকে সুযোগ দেওয়া যায় সেই দিকটা বিবেচনা করতে বলা হয়েছিল। ঠিক সেই মত পর্ষদ তাদের কথা বিবেচনা করে তাদের জন্য নোটিফিকেশন জারি করেছে। তাই এদের মধ্য থেকে যারা যোগ্য তাদেরকে প্যানেলভুক্ত করা হবে এবং তাঁরা চাকরি পাবেন বলে জানা যাচ্ছে।

WB_Primary_Teachers_recruitment_Notice
WB Primary Teachers recruitment Notice

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আরও আপডেট পেতে এখানে ক্লিক করুন।

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আরও আপডেট পেতে এখানে ক্লিক করুন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here