This Post Contents
WB Primary TET 2017 Recruitment– এই মুহূর্তে প্রাথমিক 2017 সালের {WB Primary TET 2017 Recruitment} শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট সামনে এসছে। 2017 টেট পরীক্ষা {WB TET 2017}যেটা নেয়া হয়েছিল 2021 সালের 31শে জানুয়ারি এবং যার {WB Primary TET Result} রেজাল্ট প্রকাশ পেয়েছিল 2022 সালের 10ই জানুয়ারি ,সেই পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট সামনে এসেছে । মানিকবাবু নিজের বক্তব্য পেশ করেছেন এই আপডেট নিয়ে। সে সমস্ত বক্তব্য এবং বেশ কিছু আপডেট তথ্য 2017 সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া {প্রাথমিক} নিয়ে এই প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে।
রেজাল্ট প্রকাশিত হলেও চাকরিপ্রার্থিদের অপেক্ষায় আছে কখন তাঁদের নিয়োগ করা হবে বা ২০১৭ সালের টেট এর ইন্টারভিউ কবে শুরু হবে। এই নিয়ে আমরা একটা বিস্তারিত পোস্ট লিখেছি, যে কবে শুরু হতে পারে ২০১৭ সালের টেটের নিয়োগ বা ২০১৭ সালের নিয়োগ নিয়ে মানিক বাবুর বক্তব্য কি- সেই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।
WB Primary TET 2017 Recruitment
2017 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল যার ফর্ম যার ফরম ফিলাপ হয়েছিল 2017 সালে এবং যার পরীক্ষা নেয়া হয়েছিল 2021 সালের 30শে জানুয়ারি এবং রেজাল্ট প্রকাশ পেয়েছিল 2022 সালের 10ই জানুয়ারি । সেই পরীক্ষায় পাশ করেছিলেন প্রায় 9896 । তখন সেই পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সামনে আসে।
কিছুদিন পরেই প্রাথমিক পর্ষদ থেকে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয় । যে সমস্ত চাকরি প্রার্থি আরটিআই {“NOTICE FOR SUPPLY OF TET-2017-OMRs TO BONAFIDE CANDIDATES”} করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট টাইম এর মধ্যে এবং নির্দিষ্ট ফর্মেটে সেই আবেদন করতে হবে। নীচে সেই নোটিশের লিঙ্ক{Download link} দেওয়া হল।
আজকে খবর আসছে সেই “TET-2017-OMRs” কপি চাকরি প্রার্থিদের কাছে আসতে শুরু করেছে। যে চাকরিপ্রার্থীরা এই মর্মে আবেদন করেছিলেন তাদের কাছে চিঠি যেতে শুরু করেছে । আরটিআই বা এই “TET-2017-OMRs” নিয়ে মানিকবাবু জানিয়েছেন – “এক লট ইতিমধ্যে ছাড়া হয়ে গিয়েছে এবং বাকি আর এক লট খুব তাড়াতাড়ি ছাড়া হবে”।
কি কি রয়েছে সেই পর্ষদ থেকে আসা চিঠিতে?
- একটা চিঠি – সেই চিটিতে উল্লেক রয়েছে দুটি বিষয় যা পর্ষদ দিয়েছে
- একটা এঁটেস্টেড কপি ওমআর- এর ।
- মানি রিসিভ এর কপি।
2017 সালের যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেই টেট পরীক্ষায় পাস করেছিলেন প্রায় 9896 জন । আজকের আপডেট থেকে বোঝা যাচ্ছে তাদের ভাগ্য খুব তাড়াতাড়ি খুলতে চলেছে। তাঁদের নিয়োগের জন্য পরবর্তী পদক্ষেপ খুব তাড়াতাড়ি শুরু হতে পারে।
তবে কিছু দিন আগেই টেট থেকে নিয়োগের বিষয়ে মানিক বাবু একটি তথ্য শেয়ার করেছিলেন। সেই তথ্য এখানে ক্লিক করলে দেখতে পাবেন।
WB Primary TET 2017 Recruitment
Board | WBBPE |
Notification For | WB 2017 Primary TET |
State | West Bengal |
Department | Education Department |
Notification For | Teachers Recruitment |
Section | Primary (Class 1-5) |
Vacancy | 8000-10000(tentative) |
Pass Candidates | 9896 |
Interview Date | Announce soon |
Salary | Click Here |
WBSSC NEW RECRUITMENT RULES | Click Here |
FAQs
২০১৭ এর টেট পরীক্ষার OMRs কি আসতে শুরু করেছে?
হ্যাঁ। প্রাথমিক পর্ষদে যারা আবেদন করেছিল , তাঁদেরকে ওমআর এর কপি পাঠাতে শুরু করে দিয়েছে।
কত লটে এই ওমআর এর কপি পাঠাবে পর্ষদ?
দুটি লটে। একটি পাঠানো হয়ে গিয়েছে! এবং আরেকটি খুব তাড়াতাড়ি ছাড়া হবে বলে খবর !
২০১৭ সালের পরবর্তী পদক্ষেপ কবে শুরু হবে নিয়োগ নিয়ে ?
এই নিয়ে আমরা একটি আপডেট পেয়েছি , যার লিঙ্ক আমরা এই পোষ্টের মধ্যে শেয়ার করেছি ।
২০১৭ সালে নিয়োগের আগে কি ইন্টারভিউ হবে ?
হ্যাঁ হবে !
২০১৭ সালের টেট থেকে নিয়োগের জন্য শূন্য পদ কত হবে ?
আনুমানিক প্রায় ৮,০০০ এর কাছাকাছি !