Wb primary tet 2022 result out(check wb primary tet 2022 exam result)- এই মুহূর্তের বড় খবর প্রকাশিত হল প্রাথমিক টেট 2022 এর ফলাফল। চাকরি প্রার্থীরা আজকে থেকেই পোর্টালের মাধ্যমে নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারবেন। আর কিছুক্ষনের মধ্যেই রেজাল্ট চেক করা যাবে!
Wb primary tet 2022 result out, check wb primary tet 2022 exam result
প্রাথমিক টেটে প্রথম বর্ধমানের ইনা, মেধাতালিকায় প্রথম ১০-এ রয়েছেন ১৭৭ জন,দ্বিতীয় স্থানে রয়েছে পাঁচ জন। গত ডিসেম্বরেই টেট ২০২২ সালের পরীক্ষা হয়। পরীক্ষার্থী ছিলেন ছ’লক্ষেরও বেশি। নিয়োগ দুর্নীতি মামলার আবহে টেট পরীক্ষার দিকে নজর রয়েছে হাই কোর্টেরও।
বলে প্রেস কনফারেন্স করে প্রাথমিক পর্ষদ জানিয়েছে! যখন চাকরিপ্রার্থীরা নিজেদের রেজাল্ট চেক করবেন তখন তারা নিজেদের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, পেজ ক্যাটাগরি, প্রশ্নের বুকলেট নম্বর এবং সিরিজ, ওএমআর বারকোড নম্বর দেওয়া থাকবে!
কিভাবে রেজাল্ট চেক করবেন।
- ১) প্রথমে পর্ষদের সাইট খুলতে হবে
- ২) এর পর একটি লিঙ্ক থাকবে, টেটের রেজাল্ট চেক করার জন্য।
- ৩) সেই লিঙ্কে ক্লিক করতে হবে।
- ৪) নিজের রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিতে হবে!
- ৫) নিজের রেজাল্ট সামনে চলে আসবে।
- ৬) ডিরেক্ট লিঙ্ক পেতে এখানে ক্লিক করুন।
- পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করিয়েছিলেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন। এঁদের মধ্যে পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর ২৪.৩১ শতাংশ