[Download]WB Primary TET Admit Card 2023,Exam Date Of 2023 WB Primary TET Exam

0
3398

WB Primary TET Admit Card 2023- Please follow the following procedure for downloading the Admit Card :

  1. Visit https://www.wbbprimaryeducation.org OR CLICK HERE FOR DIRECT LINK
  2. Click on the Link : “ONLINE APPLICATION FOR TEACHER ELIGIBILITY TEST-2023 (TET-2023) (Primary)”
  3. Then click on : “PRINT / DOWNLOAD ADMIT CARD”
  4. Then enter your Registration Number (generated while applying for TET­2023) and Date of Birth (as mentioned in the application of TET-2023)
  5. Thereafter, you will be re-directed to your Admit Card preview screen and you will be able to print the same from there.

২০২৩ সালের টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ২৪শে December,২০২৩ সালে। এবারের টেট পরীক্ষা ২০২৩ (WB Primary TET 2023) নিয়ে বেশকিছু নতুন পদক্ষেপ করছে প্রাথমিক পর্ষদ। এবারের অর্থাৎ ২০২৩ সালের পরীক্ষার্থীর বেশ কিছু বিষয়ে নজর রাখতে হবে! আজকেই বা এক দু দিনের মধ্যে পর্ষদ নতুন (WB Primary TET Admit Card 2023) গাইডলাইন প্রকাশ করতে চলেছে।

এবারের WB Primary TET 2023 পরীক্ষার জন্য তাই পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক পর্ষদ। পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড ও পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। অন্তত প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে তেমনটাই খবর। রাজ্যজুড়ে ১৫০০-র বেশি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৪ই ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে।

WB Primary TET Admit Card 2023

Exam NameWB Primary TET
Board NameWBBPE
StateWest Bengal
WB Primary TET Admit Card 2023 Release DateToday(or with in one to three days)
Exam Date24/12/2023
Admit Card Download LinkClick Here
SalaryClick Here
WB Primary TET Admit Card 2023

প্রাথমিক টেট ২০২৩ কে ঘিরে কোনও বিতর্ক চায়না প্রাথমিক শিক্ষা পর্ষদ ,তাই এবারে টেট পরীক্ষা থেকে পরীক্ষা কেন্দ্র হিসাবে বাদ যাচ্ছে রাজ্যের ডিএলএড কলেজগুলি! এবারের টেট (WB Primary TET 2023) নেওয়া হবে রাজ্যে সরকার অধিনস্ত স্কুল এবং কলেজে নেওয়া হবে প্রাথমিক টেট ২০২৩ বলে খবর। পরীক্ষার জন্য থাকবে বিশেষ টিম। পরীক্ষায় নজরদারি চালাবেন সেখানকার শিক্ষকরা। পরীক্ষার জন্য বিশেষ অভজারভার রাখা হবে।

জেলায় কোথায় কোথায় WB Primary TET 2023 Exam center* দেখতে এখানে ক্লিক করুন(in Serial No 133) ।

কবে দেওয়া হবে প্রাথমিক টেট পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ? When WB Primary TET 2023 Admit Card issue?

পর্ষদ সূত্রে খবর, ১৫০০ এরও বেশি পরীক্ষাকেন্দ্রে এবারের টেট পরীক্ষা নেওয়া হবে। বিভিন্ন জেলা থেকে যে তালিকা এসেছিল তার মধ্যে থেকেই পরীক্ষাকেন্দ্র ঠিক করা হয়েছে। পরীক্ষার ৫-৬ দিন আগে থেকে পরীক্ষার্থীদের দেওয়া হবে অ্যাডমিট কার্ড। অনালাইনে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন চাকরিপ্রার্থীরা। ৪ঠা ডিসেম্বর থেকেই অথবা ৫ই ডিসেম্বর থেকে  অ্যাডমিট কার্ড (WB Primary TET 2023 Admit Card) দেওয়া হবে বলে খবর! অ্যাডমিট কার্ড নিয়ে আরও বিস্তারিত আপডেট পেতে এখানে ক্লিক করুন। পরীক্ষার্থীদের সঙ্গে যাতে কোনরকম ইলেকট্রনিক গ্যাজেট বা অন্য কোন জিনিস না ঢোকে, তার জন্য মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে।

Exam Date Of 2023 WB Primary TET Exam
Exam Date Of 2023 WB Primary TET Exam

এক নজরের টেট পরীক্ষা ২০২৩ – WB Primary TET 2023

  • ২৪শে ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা।
  • প্রায় ৩ লক্ষের বেশি আবেদন।
  • পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম ২ ঘন্টা আগে ঢুকতে হবে।
  • পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড ও পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। 
  • পরীক্ষার ৬ দিন আগে অ্যাডমিট কার্ড।
  • অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন চাকরিপ্রার্থীরা ।

How to download the WB Primary TET 2023 Admit card(WB TET Admit Card 2023 )? কিভাবে প্রাথমিক টেট পরীক্ষা ২০২৩ এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?

WB Primary TET Admit Card 2023
WB Primary TET Admit Card 2023
  1. প্রথমে প্রাথমিক পর্ষদের অফিশিয়াল সাইট ভিজিট করতে হবে।
  2. উপরে লিঙ্ক দেওয়া আছে।
  3. সেখানে টেট ২০২৩ এর একটি ঘর দেখতে পাবেন!
  4. ওখানে ক্লিক করুন।
  5. এর পর “Print/Download Admit Card” অপশন এ ক্লিক করুন।
  6. এর পর নিজের জন্ম তারিখ এবং রেজিস্টেসন নাম্বার পুট করতে হবে।
  7. এর পর সাবমিট ঘরে ক্লিক করতে হবে।
  8. এর পর আপনার WB TET Admit Card 2023 কার্ড টি স্ক্রিনে চলে আসবে।
  9. উপরে ডাউনলোড ঘরে ক্লিক করে সেটা ডাউনলোড করে নিতে পারবেন।
  10. এই অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেলে সেটা প্রিন্ট করে নেবেন।
WB_TET_Admit _Card_2023
WB_TET_Admit _Card_2023

FAQs

When will the WB TET Admit Card 2023 be released?

According to latest news WB TET Admit Card 2023 be released on or before 5th December 2023.

Is WB TET hall ticket 2023 released?

No,till now 05/12/23 at 8.30 am WB Primary TET 2023 admit card not relased,but according to our source WB Primary TET 2023 admit card or WB TET hall ticket 2023 released in between 3rd to 5th December 2023.

How can I download primary TET admit 2023 card in West Bengal?

For downloading TET 2023 admit card candidates needs to visit wbbpe official site.Where you find 2023 TET Primary TET application link,form there you can download WB TET 2023 Admit card.

How may total candidates will appear in this 2023 WB Primary TET exam?

Almost 3 lakh candidates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here