WB Primary TET Interview- নতুন করে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার জন্য গত ২১ অক্টোবর থেকে শুরু হয়েছিল অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া। গত ২১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষিত ১১,৭৬৫টি শূন্যপদের জন্য চার-পাঁচগুণের বেশি প্রার্থী ইন্টারভিউয়ে (WB Primary TET Interview) অংশ নিতে আবেদন করেছেন বলে খবরে উঠে এসেছে। আবেদনকারীর সংখ্যা নিয়ে অবশ্য পর্ষদ কর্তারা মুখে কুলুপ এঁটেছেন। তাঁদের বক্তব্য, সমস্ত আবেদন শেষ না হলে আবেদনকারীর সংখ্যা ঘোষণা করা যাবে না।
বিভিন্ন সূত্রে যে খবর সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে,শুধুমাত্র অনলাইনে প্রায় ৩৫ হাজার আবেদনকারীর আবেদন জমা পড়েছে। তবে, এই সংখ্যা আগামীতে ৪০ হাজার ছাড়িয়ে যাবে। কারণ, সম্প্রতি হাই কোর্টের নির্দেশে ২০১৪ ও ২০১৭ সালের প্রাথমিক টেট- এ ৮২ নম্বর পাওয়া সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের টেট উত্তীর্ণ বলে ঘোষণা করেছে। ফলে, অন্যান্য যোগ্যতামান পূরণের শর্তে তাঁরাও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য যোগ্য। তাই বাড়বে আবেদনকারীর সংখ্যা।
অফিশিয়াল ভাবে কত আবেদন জমা পড়েছে (WB Primary TET Interview ) সেই নিয়ে পর্ষদের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
WB Primary TET Interview
প্রথমে ১১৭৬৫টি শূন্যপদে এই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল পর্ষদ। পরে হাই কোর্টের নির্দেশে সেগুলির মধ্যেই ৩৯২৯টি শূন্যপদ শুধুমাত্র ২০১৪ সালের টেট উত্তীর্ণদের জন্য সংরক্ষিত করা হয়। হাই কোর্টের নির্দেশে আবার বেশ কিছু প্রার্থীকে নিয়োগ দেওয়া হয় সেই শূন্যপদ থেকেই। সেগুলি বাদ দিয়ে নতুন নিয়োগে শূন্যপদের সংখ্যা মোট ৭৭৩৮ বলে জানিয়েছিল পর্ষদ। তার জন্যই প্রায় ৩৫ হাজার আবেদন জমা পড়ে গিয়েছে। প্রার্থীদের দাবি, ২০১৭ সালের টেট উত্তীর্ণের সংখ্যা ১০,৬০০(৮২ পাওয়া সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের নিয়ে )। ২০১৪ সালে টেট-এর নট ইনক্লুডেড প্রার্থীর সংখ্যা প্রায় ১৫,০০০ এর বেশি। ২০১৪ সালে টেট পাশ করার পরে প্রশিক্ষণ নেওয়া প্রার্থীর সংখ্যা প্রায় ৩ থেকে ৪ হাজার। রয়েছেন কর্মরত শিক্ষকরাও।
এখনও অব্দি যে আবেদন জমা পড়েছে সেখানে ২০১৪ এর আবেদনকারীদের টেট উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যাই বেশি। অন্যদিকে, হাই কোর্টের নির্দেশে ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণ কয়েক হাজার সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী,যারা কোর্টের নির্দেশ মতন টেটে ৮২ পেয়ে পাস হিসাবে নিজের জায়গা করে নিয়েছে । অন্য যোগ্যতামান পূরণ করলে এই প্রার্থীরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন পোর্টালে ৮২ নম্বরে উত্তীর্ণদের আবেদনের সুবিধা যুক্ত ছিল না। তাই তাঁদের আবেদন অফলাইনেই জমা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে তাঁদের ঐ শূন্য পদের ইন্টারভিউ-এর জন্য কবে থেকে অনালাইনে Registration শুরু হবে সেই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয় নি পর্ষদ।
অফলাইনে -অনলাইন এবং কোর্টের নির্দেশ, এই সবমিলিয়ে প্রায় আবেদনকারীদের সংখ্যা ৪০ হাজারের বেশিই দাঁড়াবে ! তাই এত সংখ্যক আবেদন যাচাই করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে যথেষ্ট সময় লাগবে। ডিসেম্বরের শেষ বা আগামী বছরের আগে নিয়োগের পরবর্তী(ইন্টারভিউ-WB Primary TET Interview) শুরুর সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
WB Primary TET Interview
- প্রাথমিকে ১১,৭৬৫ শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ।
- পরে পর্ষদ সভাপতি গৌতম পাল জানান শূন্যপদের সংখ্যা ১১,৭৬০।
- তার মধ্যে কোর্টের নির্দেশে ৯৩ এবং পরে ৩,৯২৯টি পদ বাদ যাওয়ায়
- শূন্য পদ পরে থাকছে ৭,৭৩৮টি ।
- ৩,৯২৯টি শূন্যপদে কোর্টের নির্দেশে শুধু ২০১৪ সালের টেট পাশদেরই নিয়োগকরা হবে।
- বাকি ৭,৭৩৮টি পদে ২০১২, ২০১৭ সালের সঙ্গে ২০১৪ সালের টেট পাশরাও অংশ নেবেন।
WB TET Exam 2022
সাময়িকভাবে internet বন্ধ রাখা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এছাড়াও প্রতিটি কেন্দ্রে সিসিটিভি, মেটাল ডিটেক্টর, বিশেষ ক্যামেরা, পরীক্ষার্থীদের উপস্থিতি নথিভুক্ত করতে বায়োমেট্রিক ব্যবস্থা-সহ একাধিক পদক্ষেপ করেছে পর্ষদ। এই বিষয়টি জেলাশাসক ও পুলিশ সুপারদের নিশ্চিত করতে বলেন মুখ্যসচিব। সাঁতরাগাছি ব্রিজে মেরামতির কাজ চলছে। এই মেরামতি কাজের ফলে ট্রাফিক ব্যবস্থায় যাতে কোনওরকম সমস্যা তৈরি না হয় তার জন্য পরীক্ষার আগে থেকেই হাওড়া পুলিশ কমিশনারকে বিশেষ নির্দেশ দেন তিনি। কত কালকে নতুন ২০২২ সালের টেট পরীক্ষা নিয়ে একাধিক পদক্ষেপের কথা জানায় প্রাথমিক পর্ষদ-
পরীক্ষা কেন্দ্রগুলিতে,প্রাথমিকের টেট পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তার সঙ্গে কোনও আপোস করতে রাজি নয় রাজ্য। |
তার জন্যই এবার ডিএম, ও এসডিও অফিসে চালু থাকবে হেল্পলাইন। এই মর্মে জেলাগুলিকে বিশেষ নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব। |
ডিএম ও এসডিও অফিসে যে হেল্প লাইনগুলি থাকবে সেই হেল্পলাইনের নম্বর প্রচার করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। |
বৃহস্পতিবারের বৈঠকে টেট-র ফলপ্রকাশের দিনক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। |
২০২২ প্রাথমিক টেটের ফলপ্রকাশ ডিসেম্বরেই করে দেওয়া হবে ! প্রাথমিক টেট হওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যেই পরীক্ষার ফলপ্রকাশ করে দেওয়া হবে। |
OMR- এর কার্বন কপি বাড়ি নিয়ে আসতে পারবে চাকরি প্রার্থীরা । |
ইতিমধ্যেই রাজের ২০২২ সালের টেট পরীক্ষা নিয়ে জেলায় কোথায় কত সেন্টার হবে তাঁর একটা লিস্ট সামনে এসেছে-সেই লিস্ট দেখতে হলে নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
[Download Full List]WB Primary TET 2022 Venue List || WB Primary TET List PDF
প্রশ্ন ভুল মামলা থেকে যে ৯৩ জনের লিস্ট দিয়েছিল পর্ষদ সেখানে প্রার্থীদের টেটের স্কোর নিয়ে একধিক অনিয়ম ধরা পরেছিল , সেই লিস্ট অবশেষে ৯৩ জনের ব্রেকআপ মার্কস এর সংশোধিত লিস্ট পাবলিশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখানে ক্লিক করে সেই লিস্ট ডাউনলোড করে নিন।