WB School closed till June:-Education Minister Partha Chatterjee said on Wednesday, “All schools in the state will remain closed till June 30.” He said the decision was taken after discussions with Chief Minister Mamata Banerjee. The HS exams will be held on June 29, 2 and 6 as per schedule .
Partha Chatterjee: WB School closed till June 30th
গতকালই মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন যে,করোনা এবং আমফন ঘূর্ণিঝড়ের জন্য রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে আগামী 30 শে জুন পর্যন্ত।এর পর তিনি আরও জানান যে এই কঠিন পরিস্থিতিতে পড়ুয়াদের পড়াশোনায় সক্রিয় ও চনমনে রাখতে বিকল্প চিন্তাভাবনা করা হয়েছে। সে ক্ষেত্রে স্বাস্থ্য-বিধি মেনে শিক্ষকরা স্থানীয় ভাবে বাড়ির কাছাকাছি গিয়ে পড়ুয়াদের যাতে পড়িয়ে আসতে পারেন, ডিআই-এসআই এবং কো-অর্ডিনেটররা সেই তালিকা তৈরি করবেন। এই নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন।
স্কুল | বন্ধ থাকবে আগামী 30 শে জুন পর্যন্ত |
কলেজ | কলেজ সিদ্ধান্ত নেবে। |
বিশ্ববিদ্যালয় | বিশ্ববিদ্যালয়গুলিই সিদ্ধান্ত নেবে। |
উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা | নির্দিষ্ট সূচী মেনে আগামী ২৯ জুন, ২ ও ৬ জুলাইয়েই নির্ধারিত পরীক্ষাগুলি হবে। |
শিক্ষকদের কাজ | পড়ুয়াদের বাড়িবাড়ি গিয়ে শিক্ষাদানের বিষয়েও বিকল্প ভাবনার রয়েছে !! |
কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিই পরীক্ষার | পরীক্ষার বিষয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিই সিদ্ধান্ত নেবে। |
- [PDF]wb obc list before 2010,wb obc cancel list,west bengal obc list before 2010 pdf downloadwb obc list before 2010- Here we share wb obc cancel list. This list is download from official site of WB Govt wbcbc(‘West Bengal Commission for Backward Classes‘) site.Here you can download… Read more: [PDF]wb obc list before 2010,wb obc cancel list,west bengal obc list before 2010 pdf download
- [WB PRIMARY TET 2014]২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের!WB PRIMARY TET 2014- ২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবং ডিভিশন বেঞ্চের রায়কে খারিজ করে দিল শীর্ষ আদালত। ২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিকে… Read more: [WB PRIMARY TET 2014]২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের!
- [DIRECT LINK]WB HS RESULT 2024,WB HS RESULT 2024 CHECK ONLINE,WB HIGHER SECONDARY RESULT 2024!WB HS RESULT 2024-This year’s higher secondary 2024 result will be officially released today, Wednesday at 1 pm. Candidates will be able to check the results online on various websites and apps… Read more: [DIRECT LINK]WB HS RESULT 2024,WB HS RESULT 2024 CHECK ONLINE,WB HIGHER SECONDARY RESULT 2024!